সম্প্রতি সুন্দরবনের নদী খাঁড়িতে জলদস্যুদের দাপট বেড়েছে। এই কারণে বারবার জলদস্যুদের হামলার শিকার হতে হচ্ছে মৎস্যজীবীদের। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে যেতে হয় মৎস্যজীবীদের। অথচ সেই মৎস্যজীবীদের সর্বস্ব লুটপাট চালাচ্ছিল জলদস্যুরা। এমনকী বেশ কয়েকজন মৎস্যজীবীকে মারধরও করা হয়েছে। এ নিয়ে বেশ কয়েকটি অভিযোগ পায় বন বিভাগ। এই ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে বন আধিকারিকদের💞 কপালে। তারপরেই নড়েচড়ে বসল বন দফতর। সুন্দরবনের গভীর জঙ্গল অর্থাৎ বাঘের ডেরায় ঢুকে 'জলদস্যু'-দের গ্রেফতার করল বনবিভাগ। দুজনকে গ্রেফতার করেছে বন বিভাগ। জানা গিয়েছে, তারা দুজনেই বাংলাদেশি নাগরিক।
আরও পড়ুন: জালে ঘেরা লঞ্চেই এবার ಞসুন্দরবন ভ্রমণ, থাকছে নিরাপত্তায় আরও বিশেষ ব্যবস্থা
বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, গোসাবা রেঞ্জ অফিসার স্বপন কুমার মাঝি ও ট্রেনি রেঞ্জ অফিসার নবকুমার সাওয়ের নেতৃত্বে ডাকাত ধরতে সুন্দরবনের জঙ্গলে হানা দেন বনকর্মীরা। অভিযান নেমে গোসাবা রেঞ্জের চাঁদখালি টু কম্পার্টমেন্টে🐬র কাছে জঙ্গল সংলগ্ন খাঁড়িতে 'জলদস্যু'-দের নৌকা দেখতে পান বনকর্মীরা। তখন তাদের ধরতে ঝাঁপিয়ে পড়েন আধিকারিকরা। এদিকে, সশস্ত্র বনকর্মীদের দেখতে পেয়েꦉ নৌকা ছেড়ে লাফিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যায় দুই ‘জলদস্যু’। তাদের পিছু ধাওয়া করতে করতে স্বপনের নেতৃত্বে বনকর্মীরা স্পিডবোট ছেড়ে বাঘের ডেরায় গভীর জঙ্গলে ঢুকে পড়েন। স্বাভাবিকভাবেই জঙ্গলের মধ্যে বাঘের ডেরায় ঢুকে 'জলদস্যু'-দের গ্রেফতার করা সহজ ছিল না। সেখানে প্রতি পদে পদে লুকিয়ে ছিল বিপদ। তবে বেশ কয়েক ঘণ্টা ধরে জঙ্গলের মধ্যে অভিযান চালান বনকর্মীরা।