গত কয়েক বছরের মধ্যে উত্তরবঙ্গে বন্যপ্রাণীদের হানা বিশেষ করে হাতির হানা ব্যাপকভাবে বেড়েছে। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে কখনও তাণ্ডব চালাচ্ছে হাতির দল, আবার কখনও বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট করে দিচ্ছে । আর সেই সঙ্গে প্রাণহানিও অব্যাহত রয়েছে। শুধু এক বছরের মধ🔜্যেই উত্তরবঙ্গে হাতির হানায় বহু মানুষের মৃত্যু হয়েছে। যার ফলে বারবার স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বনকর্মীদের। এই অবস্থায় মানুষ ও বন্যপ্রাণীদের সংঘাত রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে বন বিভাগ। এবার আরও একটি বিরাট পদক্ষেপ করল বন দফতর ।
আরও পড়ুন: রি🍸ল বানানোর নেশায় হাতির এ𝓀কেবারে কাছাকাছি চলে গিয়েছিল যুবক, তারপর যা ঘটল…
লোকালয়ে বন্যপ্রাণীদের হামলা এড়াতে ‘কমিউনিটি বেসড হিউম্যান-এলিফেন্ট কনফ্লিক্ট ম্যানেজমেন্ট মডেল টিম’ তৈরি করা হয়েছে । বন দফতরের কর্মী আধিকারিকদের পাশাপাশি এই টিমে থাকবেন স্থানীয় বাসিন্দারা। যৌথভাবে বন🅰্যপ্রাণীর হানা রুখতে কাজ করবে এই বিশেষ টিম। এই টিমের কাছে গাড়ি থাকবে এবং আগ্নেয়াস্ত্র থাকবে। প্রাথমিকভাবে এই টিম তৈরি করা হয়ে🐎ছে জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণ বিভাগের তিনটি এলাকায়।
বর্তমানে সাধারণত লোকালয়ে হাতি ঢুকে পড়লে কুইক রেসপন্স টিম কাজ করে। সেই বন্যপ্রাণীদের আটকানোর চেষ্টা করে। তবে তাতে বেশ কিছু সম൲স্যা রয়েছে। সেই কারণে এই মডেল টিম তৈরি করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, সাধারণত হাতি তাড়াতে গিয়ে অনেক ক্ষেত্রে এই টিমের ঘটনাস্থলে পৌঁছাতে গিয়ে অনেকটাই সময় লেগে যায়। তাই সেই সময়টুকুর মধ্যে কাজ করবে এই মডেল টিম।