বিধাননগর পুরনিগমে যেমন তৃণমূলের চমক সব্যসাচী দত্তকে ঘিরে, তেমনি শিলিগুড়িতে তৃণমূলের মুখ হলেন গৌতম দেব। ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে লড়বেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এবারের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে পুরনিগমের প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। তবে শিলিগুড়িতে তিনি থাকেন কলেজপাড়ায় ১৭ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় তিনি প্রার্থী হচ্ছেন ৩৩ নম্বর ওয়ার্ড থেকে। এদিকে এবার শিলিগুড়িতে বামেদের মুখ অশোক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন মহম্মদ আলম। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকারকেও প্রার্থী করেছে তৃণমূল। এদিকে এবার ২৪ নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। সেক্ষেত্রে তৃণমূল সেই ওয়ার্ডে কাকে প্রার্থী করে সেদিকে আগ্রহ ছিল বিভিন্ন মহলের। সেই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছে প্রতুল চক্রবর্তীকে। তৃণমূল পরিবারের দীর্ঘদিনের লড়াকু ব্যক্তি প্রতুল। তাঁর উপরই ভরসা রাখল তৃণমূল। দাপুটে তৃণমূল নেতা রঞ্জন শীল শর্মাকেও ৩৬ নম্বরে প্রার্থী করেছে দল। এমনকী তাৎপর্যপূর্ণভাবে বিজেপি ও সিপিএম ছেড়ে আসা একাধিক নেতা নেত্রীকেও প্রার্থী করেছে দল। প্রাক্তন বাম মেয়র পরিষদ কমল আগরওয়ালকেও প্রার্থী করা হয়েছে। তবে অন্যতম বড় চমক ৮ নম্বর ওয়ার্ডে অবশ্য়ই খুশবু মিত্তাল। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিলেন তিনি। আর ঘাসফুলে এসেই টিকিট পেলেন তিনি।