ভণ্ড সাধুর খপ্পরে পড়ে প্রতারণার শিকার হলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একাধিক পরিবার। প্রতিটি পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা করে প্রতারণা করে ওই সাধু এলাকা ছেড়েছেন বলে দাবি স্থানীয়দের। শুধু ঘাটাল নয়, 🌸দাসপুর ও চন্দ্রকোণা এলাকা থেকেও পাওয়া গিয়েছে একই রকম অভিযোগ।
ঘাটালের রাধানগর দাসপাড়ার বাসিন্দারা জানিয়েছেন গত মাসে তাঁদের গ্রামে এক সাধু আসেন। মায়াপুর থেকে এসেছেন বলে জানান তিনি। স্থানীয় এক 🔯ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন তিনি। স্থানীয়রা তাঁর সঙ্গে দেখা করতে যান। তখন তিনি তাঁদের হাত দেখে এক এক জনের পরিবারে💎 এক একরকম সমস্যা রয়েছে বলে জানান। সাধুর ক্ষমতায় প্রভাবিত হয়ে তাঁর প্রতি আস্থা তৈরি হয় স্থানীয়দের। এর পর সাধু বলেন পারিবারিক সমস্যার সমাধানে পুজো করতে হবে।
স্থানীয় এক ব্যক্তির বাড়িতে আয়োজন হয় পুজোর। সেখানে প্রত্যেকটি পরিবারকে একটি ঘটে ১০ হাজার টাকা করে রাখার নির্দেশ দেন সাধুবাবা। সাধুর নির্দেশে প্রত্যেকটি পরিবারের ত♏রফে ঘটে ১০০০০ টাকা করে রাখা হয়। এর পর পুজো শেষ হলে সাধু জানান, ২১ দিন ঘট ছোঁয়া চলবে না। ২১ দিন পর তিনি এসে পরবর্তী উপাচার সম্পাদন করবেন। কিন্তু তার পর মাস ঘুরলেও সাধুর খোঁজ না মেলায় ঘট ভেঙে গ্রামবাসীরা দেখেন তার ভিতরে কানা কড়িও নেই।
এর পর ঘাটাল থানার দ্বারস্থ হন তাঁরা। অজ্ঞাতপরিচয় ওই সাধুর বিরুদ্ধে দায়ের করেন তাঁরা। পরে জানা যায় দাসপুর, চন্দ্রকোণাতেও একই কায়দায় প্রতারণা হয়েছꦗে।