এবার কালিম্পংয়ে এক জিএনএলএফ নেতা🅠কে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। পাহাড় থেকে খাদে ফেলে দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। গতকাল, সোমবার বেশি রাতে এই ঘটনা ঘটেছে। এখন এই খবর গোটা পাহাড়ে ছড়িয়ে পড়েছে। জিএনএলএফ এখন বিজেপির সঙ্গে রয়েছে। সুতরাং এই খুনের ঘটনা নিয়ে পথে নামতে পারে দুই দল। পেডং থেকে ফেরার পথে খুন হন জিএনএলএফ নেতা। এখন পাহাড়ে এটাই চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে।
ঠিক কী ঘটেছে কালিম্পংয়ে? স্থানীয় সূত্রে খবর, কালিম্পংয়ে জিএনএলএফ নেতা ও প্রাক্তন কাউন্সিলর রোশন লামা খুন হয়েছেন। পেডং থেকඣে বাড়ি ফেরার সময় রামধুরার কাছে রোশন লামার গাড়ির সঙ্গে একটি মোটরবাইকের সংঘর্ষ হয়💜। তাতে মোটরবাইক আরোহীর সঙ্গে জিএনএলএফ নেতার বচসা শুরু হয়ে যায়। সেখান থেকে হাতাহাতিও হয় দু’জনের মধ্যে। তখন ধাক্কা মেরে রোশন লামাকে পাহাড় থেকে খাদে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, এই মৃত জিএনএলএফ নেতার নাম রোশন লামা। তিনি তাঁর স্ত্রী 🐷এবং ꦚমেয়েকে নিয়ে পেডং থেকে মনসং নিজের বাড়িতে ফিরছিলেন। কিন্তু বর্মেক দেওরালি এলাকায় একটা পথ দুর্ঘটনা ঘটে। মোটরবাইকের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়। তখন মোটরবাইক আরোহী শেরিং শেরপা ধাক্কা দিয়ে খাদে ফেলে দিতেই মারাত্মক জখম হন তিনি। তারপর জিএনএলএফ নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় একজ🌌নকে আটক করেছে পুলিশ।