রাজ্যের ভোট পরবর্তী হিংসার নানা অভিযোগ তুলে সম্প্রতি বিজেপি নেতৃত্ব রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল। এদিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিভিন্ন মহলে দেখা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এ🐓দিকে রাজ্যপালের সেই উদ্যোগকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের একাধিক নে🍒তৃত্ব। এবার সেই ধারাবাহিকতায় বাড়তি মাত্রা যোগ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি, রাজ্যপাল দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের বিভিন্ন জায়গায় অভিযোগ জানাতে পারতেন। পাশাপাশি বিজেপির সঙ্গে রাজ্যপালের ঘনিষ্ঠতার অভিযোগ তুলেও সরব হন তিনি।
মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক বলেন, ' রাজ্যপাল যদি হোয়াইট হাউসে কমপ্লেন করতেন তবে ভালো হত। তিনি বাইডেনের কাছেও অভিযোগ করতে পারতেন। রাজ্যপালের যা লেভেল , তিনি কিন্তু ভারত ছাড়িয়ে বিশ্ব মানচিত্রে চলে যেতে পারতেন।রাজ্যপালকে কি বিজেপির সভাপতি করা হয়েছে? তিনি এত দায়িত্ব নিচ্ছেন কেন?ভোট পরবর্তী একটিও সন্ত্রাসের ঘটনা বর্তমানে নেই। যা সন্ত🌌্রাস তা বিজেপি করেছে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছে তৃণমূল। মিথ্যা, অসত্য বলেছে বলে হেরেছে বিজেপি। গোহারা হেরেছে। কোথাও গণ্ডগোল নেই। একটা জায়গায় গণ্ডগোল দেখাতে পারলে আমি ꧙সব কিছু ছেড়ে বেরিয়ে যাব। গণ্ডগোল তৈরি করা হচ্ছে। রাজ্যপাল মিথ্যা ও অসত্যের উপর দাঁড়িয়ে আছেন। রাজ্যপাল রাষ্ট্রপুঞ্জের কাছে অভিযোগ করুন। আমেরিকার প্রেসিডেন্টের কাছে অভিযোগ করুন।'