সাধারণ মানুষের সুবিধার্থে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালু করেছে রাজ্য। তাতে ব্যাপক সাফল্য মেলায় একবারে প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ‘দুয়ারে ডাক্তার’ পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। যার মাধ্যমে ডাক্তারদের টিম প্রত্যন্ত এলাকায় পৌঁছে মানুষের চিকিৎসা করছে। উত্তর থেকে দক্ষিণ বিভি♌ন্ন জেলায় এই শিবিরের আয়োজন করছে রাজ্য। জঙ্গলমহল, ঝাড়গ্রাম, কোচবিহারের প্রত্যন্ত এলাকায় ডাক্তার পাঠিয়ে এই শিবির করা হচ্ছে। সেখানে বহু মানুষের চিকিৎসা করা হচ্ছেম এবার দুয়াꦉরে ডাক্তার শিবিরের আয়োজন করা হল সুন্দরবনে। বসিরহাট স্বাস্থ্য ও বারাসাত জেলা হাসপাতালের চিকিৎসকদের নিয়ে বুধবার সেখানে দুয়ারে ডাক্তার শিবিরের আয়োজন করা হয়।
আরও পড়ুন: শুরু হল ‘দুয়ার♔ে পিজি’ কর্মসূ𒈔চি, গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা করবেন চিকিৎসকরা
এদিন সকাল ১০ টা থেকে সেখানে দুয়ারে ডাক্তার শিবির শুরু হয়। ♊প্রায় ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে শুরু হয় শিবির। ধুতুরদহ, কুমারজলসহ বিভিন্ন এলাকার মানুষ এই শিবিরে গিয়ে চিকিৎসা করান। স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, এই দিন এলাকার প্রায় ২০০০ মানুষ দুয়ারে ডাক্তার শিবিরে চিকিৎসা করিয়েছেন। সবচেয়ে বেশি দরকার সবচেয𝐆়ে বেশি রোগী হয়েছে চর্ম রোগ বিভাগে। ৩৬৩ জন রোগী এই বিভাগের চিকিৎসা করিয়েছেন। এছাড়া নাক, কানের সমস্যা নিয়ে ১১২ জন, জেনারেল মেডিসিনে ২৫০ জন, কার্ডিওলজি বিভাগে ৫৮ জন, চোখের সমস্যা বিভাগে ৩১৭ জন, জেনারেল মেডিসিনে ৩৩৯ জন, পেড মেডিসিন বিভাগে ১৪৮ জন চিকিৎসা করিয়েছেন। এছাড়া, সার্জারি বিভাগে ১৯ জন, গাইনি এবং ওবিএস বিভাগে ৮৮ জন, দাঁতের সমস্যা নিয়ে ৬৫ জন, অর্থোপেডিক বিভাগে ১৯৮ জন রোগী চিকিৎসা করিয়েছেন। তাদেরকে ওষুধ দেওয়া হয়েছে।