পানিহাটি–ঝালদা–রামপুরহাট। পর পর রাজ্যে হিংসার ঘটনার রেশের মধ্যেই তেতে উঠল উত্তর ২৪ পরগণার শাসন। এখানে রাত থেকে ভোর পর্যন্ত ব্যাপক বোমাবাজি চলল। আতঙ্কে ঘুম উড়ল গ্রামবাসীদের। এমনকী উদ্ধার হল প্রচুর বোমা। এই বোমাবাজির জেরে জানালার গ্রিল পর্যন্ত ভেঙে পড়ে বলে অভিযোগ। পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে।ঠিক কী ঘটেছে শাসনে? স্থানীয় সূত্রে খবর, এখানে বৃহস্পতিবার মাঝরাত থেকে ব্যাপক বোমাবাজি শুরু হয়। যা চলে শুক্রবার ভোর পর্যন্ত। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে শাসনের তেহাটা গ্রাম। অভিযোগ, এখানে চারজন তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা মারা হয়। আর তার জেরে বাড়ির জানলার গ্রিলও ভেঙে পড়ে। এখনও পুলিশ পিকেট বসানো আছে। এখানে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় শাসন থানার আইসি মণিরুল ইসলাম সরকার বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। এই এলাকায় অভিযান চালান। এখানের বাঁশ বাগান থেকে প্রায় ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার মাঝরাতে দুষ্কৃতীরা বোমাবাজি করে। বাঁশ বাগানের মধ্যে দু’টি প্লাস্টিকের ব্যাগের মধ্যে করে বোমা রাখা ছিল। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।এখন প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারতেই কী এই বোমাবাজি? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? এত বোমা এলো কোথা থেকে? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করে রহস্য উদঘাটন করতে চাইছে পুলিশ। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছিল বোম স্কোয়ার্ডকে।