রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। তার 🗹জেরে সমস্যায় পড়তে হꦓচ্ছে পড়ুয়া থেকে শিক্ষা প্রশাসনকে। এবার এই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির কাছে রিপোর্ট তলব করল উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, কলকাতা এবং উত্তরবঙ্গ মিলিয়ে রাজ্যের ৯টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। অস্থায়ী উপাচার্যদের মেয়াদ ফুরিয়ে গিয়েছে বলে একাধিক বিশ্ববিদ্যালয়ে এখন নেই।
উচ্চশিক্ষা দফত⭕র কী বলছে? এখানের আধিকারিকরা এই নিয়ে কিছু বলতে চাইছেন না। তবে সূত্রের খবর, ৯টি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই তাদের রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। এই রিপোর্ট শিক্ষা দফতর থেকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে যাবে। মুখ্যমন্ত্রীর দফতর থেকেও এই উপাচার্য না থাকা নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাই রিপোর্ট মুখ্যসচিবের কাছে যাবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে স্থায়ী উপাচার্য নেই। তাতে সমস্যা বাড়ছে।
ঠিক কী জানা যাচ্ছে? গত ৯ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি পাঠানো হয়। সেখানের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাড়া স্থায়ী উপাচার্য নেই অনেকগুলিতে। তাই সমস্যার মধ্যে রয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যাল𓆉য়, সাধু রামচাঁদ মুর্মু ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ꧑্ববিদ্যালয়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়। উচ্চ🌺শিক্ষা দফতর এই ঘটনা আগেই রাজভবনে জানিয়ে দিয়েছে। তবে এখনও আচার্য সিভি আনন্দ বোসের দফতর থেকে কোন꧃ও সিদ্ধান্ত আসেনি।