দোলের জন্য প্রা𝐆থমিকভাবে তিনদিন হাওড়া-দিঘা-হাওড়া স্পেশাল ট্রেন চালানোর কথা সিদ্ধান্ত হয়েছিল। তবে যাত্রীদের চাহিদার জন্য আরও তিনদিন সেই স্পেশাল ট্রেন চালানো হবে বলে𓂃 জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
আগামী বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে আগামী মঙ্গলবার (২২ মার্চ) পর্যন্ত রোজ হাওড়া এবং দিঘার স্পেশাল ট্রেন ছাড়বে। ট্রেনের সূচি, কোন কোন স্টেশ🦹নে দাঁ♔ড়াবে, তা একনজরে দেখে নিন -
১) ০৮০০১ আপ হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন: দুপুর ২ টো ২৫ ম🥂িনিটে 🤪হাওড়া থেকে ছাড়বে। সেদিন বিকেল ৫ টা ৫০ মিনিটে দিঘায় পৌঁছাবে।
২) ০৮০০২ ডাউন দিঘা-হাওড়া স্পেশাল 💧ট্রেন: ফিরতি পথে সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে দিঘা থেকে ছাড়বে। হাওড়ায় পৌঁছাবে রাত ৯ টা ৪৫ মিনিটে।
কবে কবে সেই ট্রেন চলবে?
প্রাথমিকভাবে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানা𓂃নো হয়, আগামী ১৭ মার্চ (বৃহস্পতিবার), ১৮ মার্চ (শুক্রবার) এবং ১৯ মার্চ (শনিবার) সেই ট্রেন চলবে। পরবর্তীতে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আরও বেশিদিন চলবে সেই দোল স্পেশাল ট্রেন। ২০ মার্চ (রবিবার), ২১ ম❀ার্চ (সোমবার) এবং ২২ মার্চও (মঙ্গলবার) স্পেশাল ট্রেন চলবে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
কোন কোন স্টেশনে দাঁড়াবে ০৮০০১ আপ/০৮০০২ ডাউন হাওড়া-দিঘা-হাওড়া স্পেশাল ট্রেন?
দ♒ক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া এবং দিঘা ছাড়াও যাত্রাপথে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক এবং কাঁথিতে ০৮০০১ আপ/০৮০০২ ডাউন হাওড়া-দিঘা-হাওড়া স্পেশাল ট্রেন দাঁℱড়াবে।