ইন্টারভিউ দিতে গিয়েছিলেন এক যুবতী। আর তখনই তাঁকে যৌন নির্যাতন করতে উদ্ধত হন এক ব্যক্তি বলে অভিযোগ। ওই যৌন নির্যাতন থেকে রক্ষা পেতে যুবতী তখন ব্লেড দিয়ে আক্রমণকারী ব্যক্তির যৌনাঙ্গ কেটে নেন বলে অভিযোগ।ꦉ কোন্নগরের মনসাতলা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো আলোড়ন পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়💫ে যায়। চাকরির প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে ধর্ষণের চেষ্টা করতেই ব্লেড দিয়ে অভিযুক্তর যৌনাঙ্গ কেটে পালিয়ে বাঁচেন ওই যুবতী। অভিযুক্ত ব্যক্তি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে একমাস কাজ করলে সাত হাজার টাকা মিলবে বলে ওই যুবতী ডাকা হ🌞য় ইন্টারভিউ দিতে। কোন্নগরে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন ওই অভিযুক্ত ব্যক্তি। আসলে ওই ব্যক্তি চুঁচুড়ার বাসিন্দা। বয়স ৪০ বছর। দু’বছর ধরে ভাড়া ছিলেন কোন্নগরে। সেখানে এসি, টিভি রিপেয়ারিং এবং কিচেন চিমনি রিপেয়ারিংয়ের কাজ করতেন। এই 😼কাজ করার সময় উত্তরপাড়ার এক যুবতী গৃহবধূর সঙ্গে পরিচয় হয়। তাঁকেই সোমবার দুপুরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় কোন্নগরের বাড়িতে। সাত হাজার টাকা বেতনের রিসেপশনিস্টের চাকরি দিতে ইন্টারভিউয়ে ডাকা হয়। ইন্টারভিউ দিতে ঘরে ঢুকতেই তাঁকে জোর জবরদস্তি করে অর্ধনগ্ন করে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা দেওয়া শুরু, আনুষ্ঠানিক সূচনার আগেই একাধিক জেলায় পৌঁছল
অন্যদিকে ওই গৃহবধূর দাবি, তিনি স্বামীকে নিয়ে ইন্টারভিউ দিতে যান। কিন্তু স্বামীকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তাঁকে ঘরে ঢুকিয়েই দরজা বন্ধ করে দেয় অভিযুক্ত। তার পর একটি চেয়ারে বসতে দেওয়া হয়। হঠাৎই পিছন থেকে অভিযুক্ত ব্যক্তি জাপটে জড়িয়ে ধরে। তখন অভিযুক্ত ব্যক্তির গায়ে কোনও জামা ছিল না। জামাকাপড় টেনে ছিড়ে দেয় এবং অর্ধনগ্ন করা হয়। সম্মান বাঁচাতে সামনে থাকা ব্লেডে করে অভিযুক্তর যৌনাঙ্গে আঘাত দিয়ে পালাতে হয়। অভিযুক্ত বিপ্লব দত্ত ঘরে ঢুকতেই দরজার ছিটকিনি আটকে দেয়। কেন দরজা 🐲বন্ধ করা হচ্ছে? জিজ্ঞাসা করতে অভিযুক্ত জা✱নায়, মশা ঢুকছে বলে দরজা বন্ধ করতে হল।
এরপর কথা চলাকালীন পিছনের দিকে যায় অভিযুক্ত বিপ্লব দত্ত। আর নগ্ন হয়ে জাপটে ধরে বলে ওই বধূর অভিযোগ। তারপর ধর্ষণ করার চেষ্টা করে বলেও অভিযোগ। তখন নিজেকে বাঁচাতে একটি ব্লেড নিয়ে অভিযুক্তের যৌনাঙ্গে আঘাত দিয়ে দরজা খুলে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার করে বেরিয়ে আসেন তিনি বলে অভিযোগ। রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, আহত ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করে 🍒তদন্ত শুরু হয়েছে।