বাম সমর্থনে কংগ্রেসের প্রার্থী হয়ে সাগরদিঘি উপনির্বাচনে জিতেছিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাইরন বিশ্বাস। শূন্য হয়ে যাওয়া বাম-কংগ্রেসের মনে আশা জুগিয়ে ছিল এই জয়। জেতার পর বাইরন বলেছিলেন, এক থেকে একশ হব। সেই বাইরনই সোমবার থেকে তৃণমূল। তাঁর এই দলবদলকে তীব্র কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস স൲ভাপতি অধীর চৌধুরী। এ বার তাঁকে তীব্র আক্রমণ করলেন বামেদের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।
তিনি বলেন, 'হাটে-বাজারে যেমন কিছু মেরুডণ্ডহীন প্রাণী বিক্রি হয়, তেমনি বিক্রি হও🅺য়ার নমুনা দেখলাম আমরা। নরেন্দ্র মোদী-অমিত শাহ দেশব্যাপী যে কাজটা করেন, এখানে তেমনটাই দেখলাম আমরা।' তাঁর কথায়, তৃণমূল বিজেপি উভয়েই গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। সিপিএম নেতা বলেন, 'জেতা বিরোধী দলের নেতাকে ভয় দেখিয়ে, টাকা দিয়ে কিনে নেওয়া ওরা করে থাকে। বিজেপি ও তৃণমূল একই ভাবে গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। তার প্রমাণ সোমবার দেখা গেল।
সাগরদিঘিতে বাইরনের জয়ের পর তা মডেল হিসাবে উঠে আসছিল। কংগ্রেসর সঙ্গে জোট করে বামেদের শাসক দলকে হারানোর ভাবনা ক্রমশ জোরাল হচ্ছিল। সেই তত্ত্বে জল ঢলে বাইরন তৃণমূলে যোগ দিয়েছেন। প্রশ্ন হল, এর ফলে কি সাগরদিঘি মডেল ধাক্কা খেল? এ নিয়ে বিকাশের মন্তব্য,'মানুষ ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে। কোনও নির্দিষ্ট ব্যক্তিকে নয়। তাই জোটের প্রসাঙ্গিকতা নষ্ট হওয়ার কোনও প্রশ্ন নেই। তবে এই প্রবণতা গণতন্ত্রের পক্ষে মারাত্মক খারাপ। মানুষ খেপে গেলে কিন্তু অꦗভিষেক হোক বা বাইরন বিশ্বাস, কাউকেও মানবে না। '