কলকাতার রাস্তায় নাকি টাকা ওড়ে। কিন্তু তা বলে হাওড়াতে একী কাণ্ড! শুক্রবার সকালে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে যাওয়ার সময় একাধিক গাড়ি চালক দেখেন রাস্তায় চকচকে কয়েন পড়ে রয়েছে। সেই সঙ্গেই দুটি বস্তাও পড়েছি🧔ল রাস্তার উপর। এদিকে সাত সকালে এভাবে রাস্তায় কয়েন পড়ে থাকতে দেখতে অনেকেই গাড🃏়ি থেকে নেমে পড়েন। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়!
হাওড়ার কোনা এক্সপ্রসেওয়ের উনসানি আন্ডারপাসে এই ঘটনাক✅ে ঘিরে স্বাভাবিকভাবে লোকজনের ভিড় জমে যায়। কিন্তু আন্ডারপাসে এত কয়েন এল কীভাবে? এমনকী যে বস্তাটা ছিল সেখানেও কয়েনে ঠাসা ছিল বলে খবর।
এদিকে সাত সকালে কয়েন কুড়োনর হিড়িকে এক্সপ্রেসওয়েতে যানজট ক্রমেই বাড়তে থাকে। স্থানীয় বস্তিবাসীরাও রাস্তায় জড়ো হয়ে কয়েন কুড়োত শুরু করে🐠ন। কিন্তু এত কয়েন এল কোথা থেকে?
সূত্রের খবর, কলকাতাগামী একটি দূরপাল্লার বাস ওই এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল। সেই সময় বাসের মাথায় রাখা ছিল ওই কয়েন ভর্তি বস্তা। সেটা কোনওভাবে বাসের মাথা থেকে পড়ে যায়। এরপরই বস্তার মুখ ফেটে গিয়ে কয়েন রাস্তায় ছড়িয়ে পড়ে। এদিকে সাত সকালে রাস্তার উপর কয়েন পড়ে থাকতে দেখে স্থানীয়রা💮 কার্যত ঝাঁপিয়ে পড়ে। বস্তা নিয়ে টানাটানিও শুরু হয়ে যায়। কিন্তু ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। তারা যারা কয়েন কুড়োচ্ছিলেন তাদের সরিয়ে নিয়ে যায়। এরপর কয়েন ভর্তি বস্তা দুটিকে পুলিশ নিয়ে যায়। যাদের বস্তা তারা যদি উপযুক্ত দেখাতে পারে তবে সেটি তারা ফেরত নিয়ে যেতে পারে। কিন্তু এবার প্রশ্ন উঠছে এত কয়েন বাসের মাথায় নিয়ে যাওয়া হচ্ছিল কেন?
তাছাড়া কয়েন বাসের মধ্য়ে না রেখে কেন মাথায় রাখা হল? তবে কি পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্যই এই ব্যবস্🍬থা করা হয়েছিল? কিন্তু অসাবধানে তা পড়়ে যায় বাসের মাথা থেকে। এরপর একেবারে হুলুস্থুল কাণ্ড। তবে ঠিক কোন বাসের মাথা থেকে এই কয়েন ভর্তি বস্তা পড়েছে সেটা দেখা হচ্ছে। কারণ প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি ওইখানে দাঁড়ায়নি। নাকি বিপত্তি হতে পারে এই আশঙ্কায় বাসটি আর দাঁড়াতে চায়নি? এনিয়ে নানা প্রশ্ন উঠছে।
তবে এভাবে সাত সকালে রাস্তায় কয়েন পড়ে থাকার ঘটনায় চোখ কপালে উঠেছে অনেকের। মূলত ৫ 🐠টাকার ও ২ টাকার কয়েন ছিল ওই বস্তায়⛦।