কবে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে? তা জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ১০ জুনের মধ্যে নিশ্চিতভাবে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে। সেটাই চূড়ান্ত সময়সীমা ধরা হচ্ছে বলে জানান সংসদ সভাপতি। সেইসঙ্গে তিনি জানান, ১০ জুনের আগেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। জুনের প্রথম সপ্তাহেই ফল প্রকাশের চেষ൩্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি
এমনিতে আগামী ১৪ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আগামী ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে। সকাল ১০ টা থেকে শুরু হবে 🐷পরীক্ষা। চলবে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। ওই সময়ের মধ্যে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়তে পারবেন এবং উত্তর লিখতে পারবেন। কয়েকটি বিষয়ের পরীক্ষা দু'ঘণ্টার (ভোকেশনাল সাবজেক্ট, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস) হবে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার পুরো সূচি দেখে নিন -
- ১৪ মার্চ (মঙ্গলবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু (প্রথম ভাষা), ওড়িয়া (প্রথম ভাষা), তেলুগু (প্রথম ভাষা), গুজরাটি (প্রথম ভাষা) এবং পঞ্জাবি (প্রথম ভাষা)।
- ১৬ মার্চ (শুক্রবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংলিশ।
- ১৭ মার্চ (শুক্রবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার - ভোকেশনাল সাবজেক্ট।
- ১৮ মার্চ (শনিবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স।
- ২০ মার্চ (সোমবার): ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।
- ২১ মার্চ (মঙ্গলবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।
- ২২ মার্চ (বুধবার): কমার্শিয়াল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি।
- ২৩ মার্চ (বৃহস্পতিবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
- ২৪ মার্চ (শুক্রবার): অর্থনীতি।
আরও পড়ুন: WB HS 2023:꧑ ২০২৩ সালের উচ্চমাধ্য়মিকের পরীক্ষাকেন্দ্র নি♌য়ে বড় ঘোষণা সংসদ সভাপতির