কোথায় সিট পড়েছে? আগামী বছর থেকে উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম (ঠিকানা-সহ স্কুলের নাম) লিখে দেওয়া হবে। এমনই জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবারের উচ্চমাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই যে সেই পরিকল্পনা করা হয়েছে, সেটাও জানিয়ে দিয়েছেন সংসদ সভাপতি। প্রথম ভাষার পরীক্ষা শেষ হওয়ার পরে তিনি জানিয়েছেন, যেখানে সিট পড়েছিল, সেখানে না গিয়ে অন্যত্র চলে যান মালদার একটি স্কুলের কয়েকজন পড়ুয়া। যদিও পড়ুয়াদের দোষ ছিল না। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকই ভুল পরীক্ষাকেন্দ্রের নাম বলেছিলেন। সেই পরিস্থিতিতে ২০২৫ সাল থেকে উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ডেই উল্লেখ করা থাকবে যে সংশ🌳্লিষ্ট পড়ুয়ার কোন স্কুলে সিট পড়েছে। ঠিক যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে লেখা থাকে, সেরকমভাবেই লেখা থাকবে।
তবে শুধু মালদা নয়, দক্ষিণ ২৪ পরগনা থেকেও একই অভিযোগ উঠেছে। মগরাহাট কুলদিয়া স্কুলের পড়ুয়াদের দাবি, শিক্ষকর𝓀া যে স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে বলে জানিয়েছিলেন, সেখানে আজ সকালে গিয়ে দেখেন যে ওই স্কুলে আদতে তাঁদের সিট পড়েনি। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয় যে অন্যত্র সিট পড়েছে মগরাহাট কুলদিয়া স্কুলের পড়ুয়াদের। সেই পরিস্থিতিতে নিজেদের স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ🔥্টা করেন তাঁরা। কিন্তু কেউ ফোন ধরেননি।
পড়ুয়াদের দাবি, শেষপর্যন্ত যে স্কুলে সিট পড়েছে ভেবে তাঁরা এসেছিলেন, সেই স্কুলের শিক্ষকরাই খোঁজ নিয়ে জানান যে মহেশপুরে হাইস্কুলে সিট পড🔯়েছে। তারপর দিকভ্রান্তের ছুটোছুটি করতে থাকেন প্রায় ৫০ জন পড়ুয়া এবং তাঁজের অভিভাবকরা। টোটো-গাড়ি ভাড়া করে সকাল ১১ টা নাগাদ তাঁরা মহেশপুর হাইস্কুলে পৌঁছান। তারপর প্রথম ভাষার পরীক্ষা দেন। আর পরীক্ষার শেষে নিজেদের স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। ঘেরাও করা হয় শিক্ষকদের। তাঁরা দাবি করতে থাকেন যে পুনরায় তাঁদের প্রথম ভাষার পরীক্ষা নিতে হবে। শেষপর্যন্ত ঘটনা🐻স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে মগরাহাট থানার পুলিশ।
তারইমধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসার জন🐠্য কয়েকজন পড়ুয়াকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ২০২৫ সাল থেকে উত্তরপত্রে সিরিয়াল নম্বর থাকবে। ৬২টি বিষয়ের ক্ষেত্রেই সেই নিয়ম কার্যকর ♔করা হবে বলে জানিয়েছেন সংসদের সভাপতি।