এপ্রিলের শেষ বা মে'র একেবারে শুরুতেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সাম্প্রতিক কয়েকটি পদক্ষেপে তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের ধারণা, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ এপ্রিল থেকে ꦚআগামী ৬ মে'র মধ্যেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে। অর্থাৎ ওই আটদিনের মধ্যে ফলপ্রকাশের প্রবল সম্ভাবনা আছে বলে দাবি করছে সংশ্লিষ্ট মহল। যে ১০ দিনের মধ্যে আবার দুটি রবিবার (২৮ মে এবং ৫ মে) এবং দুটি শনিবার (২৭ মে এবং ৪ মে) পড়ছে। রবিবার তো ফলপ্রকাশের সম্ভাবনা নেই। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কিছু জানানো হয়নি।
২৭ এপ্রিল থেকে ৬ মে'র মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা বেশি কেন?
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আগামী ২৫ এপ্রিলের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের সম্ভাবনা কার্যত নেই। আর পরদিন (২৬ এপ্রিল) রাজ্যে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ফলে সেদিনও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের সম্ভাবনা নে🧔ই। অন্যদিকে, আগামী ৭ মে রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে। আর তৃতীয় দফার ভোটগ্রহণের আগেই সংসদ উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করে দিতে চাইছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
ওই মহলেরꦡ ধারণা, সবমিলিয়ে ২৭ এপ্রিলের আগে উচ্চমাধ্য💧মিকের রেজাল্ট প্রকাশ হবে না। ২৭ এপ্রিল বা তারপরে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে। আর অর্থাৎ ৬ মে'র মধ্যে ফলাফল প্রকাশ করে দেওয়া হবে বলে ওই মহলের ধারণা। সেটাই হলে ১০ দিনের ‘টাইম পিরিয়ড’-র মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। আর যদি ভোটগ্রহণের আগেরদিন এবং পরদিন ফলপ্রকাশ না করার পথে হাঁটে সংসদ, তাহলে ওই ‘টাইম পিরিয়ড’ আরও ছোটো হয়ে যাবে। সাতদিনের ‘টাইম পিরিয়ড’-এ ফলপ্রকাশ করা হতে পারে বলে ওই মহলের ধারণা।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখতে হবে?
উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলে wbre🍒sults.nic.in-তে নিজেদের ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা। তাঁরা নিজেদের রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। উচ্চমাধ্যমিকের রেজাল্টের প্রিন্ট-আউটও করতে পারবেন বলে সংসদের তরফে জানানো হয়েছে। আর সেইসঙ্গে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন।