এখন গলদা চিংড়ির বাজারে কেজি কত? রাজ্যে এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ হুগলি জেলার শেওড়াফুলি ঘাটে ঝাঁকে ঝাঁকে গলদা চিংড়ি ভেসে উঠতে দেখা গিয়েছে। অনেকেই তা হাতেও ধরেছেন বলে খবর। গঙ্গার জলে এমনই দৃশ্য দেখে চমকে উঠেছেন এলাকার মানুষজন। কেউ কেউ সেই গলদা চিংড়ি নিয়ে গেলেন বাড়ি। বিনামূল্যেই করলেন পেটপুজো।ঠিক কী ঘটেছে গঙ্গায়? গলদা চিংড়ির এখন বাজারে কেজি ৮০০ টাকা। সেখানে শনিবার সন্ধ্যেবেলায় যাঁরা হুগলির শেওড়াফুলি ফেরিঘাটে ছিলেন তাঁরা নিজের চোখে দেখেছেন গঙ্গায় ভেসে উঠেছে গলদা চিংড়ি। এই সংলগ্ন বেশ কয়েকটি ঘাটে প্রচুর পরিমাণে গলদা চিংড়ি দেখা গিয়েছে। অনেকেই জলে নেমে গলদা চিংড়ি ধরে বাড়ি নিয়ে গিয়েছেন। এই ঘটনার কথা জেলা ছাড়িয়ে শহরে পৌঁছে গিয়েছে। শেওড়াফুলিতে রবিবারের বাজারে এটাই ছিল আলোচনার প্রধান বিষয়বস্তু। চায়ের দোকান থেকে শুরু করে এলাকার রকে এই গলদা চিংড়ির কথাই উঠে আসে। কারণ এটি বাঙালির অত্যন্ত প্রিয় মাছ। যাঁরা বিনামূল্যে বাড়ি নিয়ে গিয়েছেন আজ তো তাঁদের বাড়িতে মহাভোজ। গঙ্গায় এত সহজে গলদা চিংড়ি মিলবে, তা ভাবতেই পারছেন না অনেকে।এখম প্রশ্ন উঠছে, এত গলদা চিংড়ি গঙ্গার জলে এল কী করে? যদিও এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেননি। মনে করা হচ্ছে, কোনও মাছ বোঝাই লঞ্চ থেকে প্রচুর পরিমাণে গলদা চিংড়ি পড়ে গিয়েছিল গঙ্গায়। তার জেরেই তা ভেসে উঠেছিল। যা অনেকে ব্যাগ ভর্তি করে বাড়ি নিয়ে গিয়েছে। জোয়ারের জল আসায় গলদা চিংড়ি ঘাটের কাছাকাছি চলে এসেছিল।