হাওড়া পাঁচল🍒াꦗয় খালের ধার থেকে উদ্ধার হল বস্তাবন্দি নরকঙ্কাল। সেটি কোনও শিশুর কঙ্কাল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
একশো দিনের কাজের আওতায় সোমবার সকালে গোণ্ডলপাড়ার পুকুর সংস্কারের কাজ চলছিল। মজে যাওয়া খালের মাটি কাটছিল🌳েন শ্রমিকরা। সেই সময় একটি মুখবন্ধ বস্তা দেখতে পান তাঁরা। প্রথমে অবশ্য তাঁদের কোনও সন্দেহ হয়নি। সাধারণ নোংরা বস্তা ভেবে সেটি ছুড়ে ফেলার সময় ভারী শব্দ আসে। তাতেই সন্দেহ হয় শ্রমিকদের। বস্🌄তা খুলতেই বেরিয়ে আসে মানুষের হাড়গোড় এবং খুলি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পꩵুলিশ। নরকঙ্কালটি কোনও শিশুর বলে প্রাথমিক অনুমান তাদের। এক পুলিশ কর্তা জানিয়েছেন, পরীক্ষার জন্য নরকঙ্কাল পাঠানো হবে। হাওড়ায় কোনও শিশু নিখোঁজ আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। সেরকম কারোর খোঁজ মিললে প্রয়োজন ডিএনএ পরীক্ষা করানো হতে পারে। স্থানীয়দের একাংশের দাবি, সম্প্রতি এলাকায় কোনও শিশু নিখোঁজ হয়নি। বাইরে থেকে কেউ বস্তা ফেলে গিয়েছে বলে ধারণা তাঁদের।