মার্কিন যুক্তরাষ্ট্রে চোখের চিকিৎসা করাতে গিয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অভিষেক যে🔴 সত্যিই চোখের চিকিৎসা করাতে গিয়েছে তা প্রমাণ করতে প্রকাশ্যে এসেছে একটি ছবি। তাতে দেখা দেখা যাচ্ছে অভিষেকের রক্তবর্ণ একটি চোখ। সেই ছবি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এতেই ক্ষুব্ধ হয়ে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আ💞লি। আর তা প্রকাশ করতে গিয়ে কার্যত বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি।
রবিবার ভগবানগোলার ডাকবাংলো এলকায় অভিষেকের সুস্থতা কামনায় এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেখানে ইদ্রিশ আলি বলে, ‘মানুষের দুর্ঘটনা, মানুষের বিপদ নিয়েও বিরোধীরা সমালোচনা করছে। বিজেপি-সহ বিরꦗোধীরা এতটাই নির্লজ্জ। তাদের বলি ঠাট্টা, তাচ্ছিল্যের সীমা আছে। মানুষের চোখ চলে যাচ্ছে, সেখানেও ঠাট্টা। চোখ নিয়ে অভিষেকের ব্যাপারে যদি দ্বিতীয়বার কোনও সমালোচনা করা হয়, ঠাট্টা, তামাশা করা হয় প্রয়োজনে আমরা যে বলবে তাঁর চোখটা উপড়ে নিতে বাধ্য হব। তাঁর দাবি, বিরোধীদের দু’ একটা নেতা অসভ্য। তাঁরা যা বলছেন তা সভ্য রাজনীতির অঙ্গ নয়।
প্রশ্ন উঠছে, 𝔍পালটা চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়ে কোন সভ্যত🌱ার নিদর্শন দিলেন ইদ্রিশ আলি?