আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দলীয় কর্মসূচিতে যোগদান করতে অন্ডালে কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘♎যেদিন জুনিয়র ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করেছেন সেদিন থেকে আমি আর তাদের পাশে নেই।’
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, ‘জুনিয়র ডাক্তারদে♒র সঙ্গে আমরা প্রথম দিন থেকেই ছিলাম। কিন্তু যেদিন মমতা ব্যানার্জির সঙ্গে সন্ধি করেছে সেদিন থ🔴েকে নেই। মমতার সঙ্গে কোনও আপোশ নয়। ডাক্তার বোনকে মারার ক্ষেত্রে একমাত্র যদি কেউ দায়ী থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।’
রবিবার অমিত শাহের রাজ্য সফরের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'চিকিৎসﷺকদের আলাদা ফ্রন্ট তৈরি করেছে তৃণমূল। ডাক্তাদের আন্দোলনে চাপে ছিল সরকার। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভালো। ফিনিশিংটা ভালো নয়। তবে বিজেপি ছাড়বে না। দীপাবলির পর শুরু হবে।' শুভেন্দুর কথায়, 'জুনিয়র ডাক্তারদের সব ভাল লেগেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ আমার এবং মানুষের ভাল লাগেনি। অন্যভাবেও সরকারের সঙ্গে বৈঠক করতে পারেন। কেন্দ্রের স্বাস্থ্যসচিবের মধ্যস্থতার দাবি করা উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা যে ফলপ্রসূ হতে পারে না, অশ্বডিম্ব হয় তা প্রমাণিত।'
আরজি করকাণ্ড পরবর্তী আন্দোলনকে নিঃশর্ত সমর্থন জানিয়ে গেলেও জুনিয়র ডাক্তারদের তরফে পালটা কোনও বার্তা দেওয়া হয়নি। উলটে বিলকিস বানোর ধর্ষকদের সংবর্ধনা দেওয়ার জন্য বিজেপির ভর্ৎসনা করেছেন জুনিয়র ডাক্তাররা। রা🎉জনৈতিক মহলের মতে, যেহেতু জনমত জুনিয়র ডাক্তারদের সঙ্গে ছিল তাই এতদিন মুখ খোলেননি বিজেপি নেতারা। কিন্তু পরিস্থিতি একটু থিতু হতেই এবার আন্দোলনকারী চিকিৎসকদের আক্রমণ শানাতে শুরু করেছেন তাঁরা।