ফের তৃণমূলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এবারও অভিযোগ এল হুগলি থেকে। শনিবার সকালে সেখানে তৃণমূল কর্মীদের নাম না করে লেখা পোস্টার দে♈খা যায়। যꦅার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন - এবার নজরে ২০১৭ প্রাথমিক 💯টেট, সমস্ত OMR শিট আদালতে পেশের নির্দেশ দিল হাইকোর্ট
পড়তে থাকুন - মাগুর মাছ চাষ করতে তৈরি করেছিলেন সুড়ঙ্গ, নতুন ♈তত্ত্ব খাড়া করল সাদ্দাম সরদার
শনিবার সকালে পোলবার জোড়া অশ্বত্থতলা, দাদপুর, মালোপাড়া এলাকায় পোস্টার দেখতে পান স্থানী🐎য়রা। তাতে লেখা, ‘যারা ২১ জুলাই ডিম ভাত খেতে কলকাতা যাচ্ছেন তারা অবশ্যই নিজের ইনসুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন’।
স্থানীয়রা জানাচ্ছেন, পোস্টার কে বা কারা সেঁটেছেন তা জানা যায়নি। তবে আগামী কাল ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের স☂ভায় গেলে বিপদ হতে পারে এমনই হুমকি দেওয়া হয়েছে এই পোস্টারের মাধ্যমে। পোস্টারের খবর পেয়ে হাজির হয় হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা। ছবি তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। আর এনিয়ে তৃনমূল বিজেপির তরজাও জমে উঠেছে।
হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তীর অভিযোগ, অর্বাচীনের মত কাজ করেছে বিজেপি। তারা ২১ জুলাই এর বিরোধীতায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। এই পোস্টারের মাধ্যমে খোলাখুলি হুমকি দেওয়া হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তৃণমূল কর্মী কেন, কোনও মানুষকেই ইনসুরেন্স করতে হয় না। মা༒নুষের নিরাপ🌃ত্তা আছে।
আরও পড়ুন - দফতরের গা ছাড়া মনোভাবেই মানিকচকে ꧂বিদ্যুৎ൲ বিভ্রাট, দাবি সাব স্টেশনের অপারেটরের
সপ্তগ্রাম ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলেন, 𒉰তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই পোস্টার পরেছে। কাটমানির ভাগাভাগিতে প্রানহানির আশঙ্কা থেকেই এই পোস্টার মারা💜 হয়েছে।