কৃষ্ণনগরে তরুণীর﷽ দগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে খারিজ হয়ে গেল শ্বাসরোধ করে খুনের তত্ত্ব। রবিবার তরুণীর দেহের ময়নাতদন্তের পূর্ণঙ্গ রিপোর্ট তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন চিকিৎসকরা। তাতে স্পষ্ট জানানো হয়েছে দগ্ধ হয়েই মৃত্যু হয়েছে তরুণীর। তবে এই ঘটনা খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখ༒ছে পুলিশ। ওদিকে রবিবার প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। যাতে গত মঙ্গলবার রাতে তরুণীকে ঘটনাস্থলের দিকে একাই যেতে দেখা যাচ্ছে।
ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তরুণীর জীবিত অবস্থায় তাঁর গায়ে আগুন লেগেছে বা লাগানো হয়েছে। দেহের ♏৯০ শতাংশ পুড়ে গিয়েছে। তরুণীর চুল, মুখ ও বুক পুড়ে গিয়েছে। নিম্নাঙ্গের একাংশও দগ্ধ হয়েছে। রিপোর্টে উল্লেখ রয়েছে, তরুণীর শ্বাসনালীতে কার্বন পাওয়া গিয়েছে। তার মানে আগুন যখন লেগেছে তখন তরুণী জীবিত ছিলেন। তরুণীর🅰 দেহে ফোর্থ ডিগ্রি বার্ন পাওয়া গিয়েছে। যা অত্যন্ত গুরুতর।
কৃষ্ণনগর কাণ্ডে আগেই ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করেছে পুলিশ। যার নীচে সামান্য পরিমাণে নীল রংয়ের তরল পাওয়া গিয়েছে। সেই তরল থেকে কেরোসিন তেলের মতো গন্ধ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এছাড়া ঘটনাস্থল থেকে ২টি দেশলাইয়ের বাক্স🌊 পেয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তার মধ্যে একটি বাক্স খোলা অবস্থাতেই ছিল। ময়নাতদন্তের রিপোর্টে শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। যৌন নির্যাতনের কোনও উল্লেখ নেই ময়নাতদন্তের রিপোর্টে।