জোটের সম্ভাবনা শেষ করে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৮টি আসনে প্রার্থী ঘোষণা করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF. তাদের দাবি মতো বেশ কয়েকটি আসনে প্ꦬরার্থী ঘোষণা করলেও যাদবপুরে কোনও প্রার্থী দেয়নি তারা। প্রার্থী ঘোষণা হয়নি আলোচিত ডায়মন্ড হারবার কেন্দ্র♏েও।
আরও পড়ুন: ‘লিপস অ্যান্ড বাউন্ডস তো জি🎉ন্দা হ্যায় না’? অভিষেকের রক্ষাকবচ নিয়ে বললেন শুভেন্দু
বৃহস্পতিবার বিকেলে হুগলির ফুরফুরায় ISFএর রাজ্য কমিটির বৈঠকের পর ৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। তালকা প্রকাশ করেন দলের কার্যকরী সভাপতি সামসুর আলি। ISFএর প্রার্থীতালিকায় সম্প্রদায়ের ভারসাম্য রক্ষার চেষ্টা দেখা গিয়েছে। মালদা উত্তর থেকে প্রার্থী করা হয়েছে মহম্মদ সোহেলকে। জয়নগর থেকে মেঘনাদ হালদার, মুর্শিদাবাদ থেকে 🐼হবিব শেখ, বারাসতে তাপস বন্দ্যোপাধ্যায়, বসিরহাটে শহিদুল ইসলাম মোল্লা, মথুরাপুরে অধ্যাপক অজয় কুমার দাস, শ্রীরামপুরে শাহরিয়র মল্লিক ও ঝাড়গ্রামে বাপি সোরেনকে প্রার্থী করা হয়েছে।
আরও পড়ুন: কোনও কেউকেটার কাছে মাথা নত কꦉরবেন না, ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বললেন ফিরহাদ
ไতবে ডায়মন্ড হারবার কেন্দ্রে এখনও কোনও প্রার্থী ঘোষণা করেনি ISF. ওই কেন্দ্রে ভোটে লড়াই ইচ্ছা প্রকাশ করেছিলেন ভাঙড়ের ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি। তবে তালিকায় অন্য কোনও কেন্দ্র থেকেও তাঁর নাম ঘোষণা হয়নি।