‘লিপস অ্যান্ড বাউন্ডস তো জিন্দা হ্যায় না’? কয়লা পাচার মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষকবচ নিয়ে এভা🍃বেই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার নদিয়ার করিমপুরে বিজেপির জনসভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘সুপ্রিম কোর্টের নౠির্দেশনামা নিয়ে কোনও মন্তব্য করব না। যার নাম বলছেন তিনি তো আর শুধু কয়লাতে নেই, তিনি বহু গুণের অধিকারী। গুণের আধার। লিপস অ্যান্ড বাউন্ডস তো জিন্দা♏ হ্যায় না? একটা কেসে… ও ঠিক আছে। আমি আদালতকে সম্মান করি’।
আরও পড়ুন: 'তিনজনই চোর, এটা তো হওয়ারই ছিল'- বেআইনি বহুতল ভেঙে পড়ায় অবাক নয় 🌠গার্ডেনরিচ
বুধবার সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স⛎্ত্রীকে ১০ জুন পর্যন্ত কয়লা পাচারের তদন্তে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। আগেই অভিষেককে দিল্লিতে তলবের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল আদালত। এদিন সেই রক্✤ষাকবচেরই মেয়াদ বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্ট। প্রায় একই নির্দেশ অভিষেকের সচিবের ক্ষেত্রেও বলবৎ হবে বলে জানিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন: বাংলার হেভিওয়েট মন্ত্রী অরূপের ভাই স্বরূপের বাড়িতে আয়🐻কর⛄ হানা, ভোর থেকে তল্লাশি
এদিন শান্তনু ঠাকুরকে নিয়ে মহুয়া মৈত্রের প্রকাশ করা অসীম সরকারের অডিয়ো ক্লিপকে ‘ফাটা রেকর্ড’ বলেন শুভেন্দুবাবু।💞 তিনি বলেন, এটা ফাটা রেকর্ড ভোট এলেই বার করে। এটা ২০১৯ সালের আগের অডিয়ো। ওই আইপ্যাকের মাল গুলো ক্যামাক স্ট্রিটে ঢুকিয়ে রেখেছে। প্রত্যেকটা বিডিও অফিসে ২টো করে ঢুকিয়ে রেখেছে। নীল বাতি লাগানো গাড়ি নিয়ে গ্রামে যত রকম দু’নম্বরি করা যায় করে। লোক সব বুঝে গেছে। ♌শান্তনু ঠাকুর আড়াই লক্ষ আর জগন্নাথ সরকার ৪ লক্ষ ভোটে জিতবেন।