মাছ খাওয়া নিয়ে স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন। 'গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো' মন্তব্য নিয়ে করেছিলেন বিতর্কিত মন্তব্য। পরমহংস রামকৃষ্ণদেবের ‘যত মত, তত পথ’ উক্তি নিয়েও অপমানজনক মন্তব্য করেছিলেন। সেজন্য এবার শাস্তির মুখে পড়লেন সন্ন্যাসী অমোঘ লীলা দাস। ইসকন সূত্রে খবর, তাঁকে এক মাসের জ🍬ন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তাঁকে সম্পূর্ণ নির্জন জায়গায় থাকতে হবে বলে ইসকন 🐼সূত্রে খবর।
আরও পড়ুন: Swami Vivekananda: স্বামীজিকে নিয়ে কিছু বক্তব্য র📖াখতে চলেছ𓆉েন স্কুল-কলেজে? রইল একগুচ্ছ উদাহরণ
সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ সন্ন্যাসী অমোঘের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়ে যায়। যে ভিডিয়ো নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকেন নেটিজেনদের একাংশ। বিশেষত স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরহংসদেবকে নিয়ে অবমাননাকর মন্তবജ্য করায় বাঙালিরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্যও অনেকে তুলতে থাকেন। সেই বিতর্কের মধ্যেই ইসকন সূত্রে খবর, সন্ন্যাসী অমোঘকে এক মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। সম্পূর্ণ নির্জন জায়গায় তাঁকে থাকার নির্দেশ দিয়েছে ইসকন কর্তৃপক্ষ। সেইসঙ্গে জনসমক্ষেও আসা যাবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
কী বলেছিলেন সন্ন্যাসী অমোঘ?
একটি ভাইরাল ভিডিয়োয় সন্ন্যাসী অমোঘকে বলতে শোনা গিয়েছিল, ‘যদি কেউ মাছ খান, ধূমপান করেন, তাহলে তিনি ভুল করেছেন না? দেখুন (স্বামী বিবেকানন্দ) দিব্যপুরুষ ছিলেন কিনা, সেটা আলাদা বিষয়। কিন্তু কোনও দিব্যপুরুষ কি কখনও কোনও জানোয়ারকে হত্যা করে খা𝓡বেন? উনি কি মাছ খাবেন? মাছের কষ্ট হয়। যদি বিবেকানন্দ মাছ খেতেন....তাহলে কোনও সিদ্ধপুরুষ কি মাছ খেতে পারেন? সিদ্ধপুরুষের হৃদয়ে করুণা থাকে।’ সঙ্গে সন্ন্যাসী অমোঘ বলেছিলেন, ‘ভগবত গীতার (পাঠের) থেকে ফুটবল খেলা বেশি ভালো (বলেছিলেন বিবেকানন্দ)..এটা কি ঠিক? না, এটা ঠিক ন🍸য়।’