একেই বলে অযাচিত অতিথি। বিয়ে বাড়িতে কেউ তাদের নেমন্তন্ন করেননি। কিন্তু তবুও দল বেঁধে চলে এল তারা। তারা আর কেউ নয়, হাতির দল। বিয়োবাড়ির ভোজের বিরাট আয়োজন করা হয়েছিল। আলুর দম, খাসির মাংস, একেবারে এলাহি ব্যবস্থা। আর সেই বিয়েবাড়ির দꦦুয়ারে এসে গেল হাতি। ঝাড়গ্রামের ঘটনা। ঝাড়গ্রামে জোয়ালভাঙা গ্রামে এই বিয়ের আসর বসেছিল। সেখানেই এই ঘটনা। সেখানেই তন্ময় সিংহের সঙ্গে মাম্পি সিংহের বিয়ের আসর। খাওয়ার এলাহি ব্যবস্থা করা হয়েছিল। অতিথিরা আসতে শুরু করেছিলেন।
কিন্তু সেই সময় বর কনে কোথায় গেলেন? সূত্রের খবর, হাতি আসার খবর পেতেই বর আর কনে বাইকে চেপে বিয়ে বাড়ি থ🎉েকে উধাও হয়ে যান।
সূত্রের খবর, মূলত খাবারে গন্ধে, দেশি মদের গন্ধে চলে আসে হাতির দল। এখানেও সেই ঘটনাই হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে ভোটের জন্য অনেকের বিয়ে স্থগিত হয়ে গিয়েছিল। এরপর ভোটের ফলাফল বের হতেই বিয়ের আসর বসছে। কিন্তু তাতেও রেহাই নেই। এবার বিয়ে বাড়িতে হানা দিচ্ছে হাতির দল।কিছু বুঝে ওঠার আগে তারা চলে আসছে। তবে এবার আর কোনও ঝুঁকি নেয়নি বর কনে। বাইকে চেপে প্রাণ💯ভয়ে পালিয়ে যান তারা।
বাসিন্দাদের দাবি, অন্তত ১০০টি হাতি এলাকায় ঘুরছে। তারা জঙ্গল থেকে বেরিয়ে এসে মাঝেমধ্য়েই হানা দিচ্ছে লোকালয়ে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে জানা গিয়েছে, তন্ময় ওয়েল্ডিং মিস্ত্র𝓰ির কাজ করেন। হাতির ডাক শুনেই বুঝতে পারেন তিনি যে হাতির দল আসছে। এরপর বিয়ে বাড়ির অতিথিরা যে যার মতো করে স্থানীয় বাড়িতে আশ্রয় নেন। আর বর কনে সোজা বাইকে চেপে এলাকা ছাড়েন। কোনও ঝুঁকি নিতে চাননি তারা।
কার্যত ভয়াবহ পরিস্থিতি। এলাকায় বনকর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল ﷽দেন। কিন্তু কখন যে হাতির দল এলাকায় চলে আসবে তা বুঝে উঠতে পারছেন না ব✨াসিন্দারা।