জলের তোড়ে কাঁসাই নদীর ওপর ভাঙল আরও এক বাঁশের সেতু। রবিবার রাতে পাঁশকুড়া ব্লকের ডোমঘাট সেতু। এর ফলে সড়কপথে বিচ্ছিন্ন পড়লেন কয়েক লক্ষ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বহুবার পাকা সেতুর দাবি জানালেও♊ সরকার কানে তো🦩লে না।
ডোমঘাট সেতুর মাধ্যমে ১৪টি মৌজার মানুষ পাঁশকুড়া শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। দিনে 🎉১২ থেকে ১৫ হাজার মানুষ বাঁশের সেতু পারাপার করেন। স্থানীয় এক বাসিন্দা জানান, ১২০০ পরিবার মিলে টাকা তুলে এই সেতু বানিয়েছি। কিন্তু জলের তোড়ে সেতু ভেসে যাওয়ায় প্রচণ্ড সমস্যায় পড়লাম। শুখা মরশুম না আসা পর্যন্ত নতুন সেতু তৈরি করা যাবে না। ততদিন ৫ – ৬ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হবে। রোগী ও ছাত্রছাত্রীদের নৌকায় করে নদী পার করতে হবে। স্রোত বাড়িলে নৌকা বন্ধ হয়ে যায়। এভাবে বহু অসুস্থ মানুষের হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে। রবিবার রাতে জলের স্রোত ও পানার চাপে সেতুটি ভেসে যায়।
স্থানীয়দের অভিয⛎োগ, এলাকায় এরকম একাধিক বাঁশের সেতু রয়েছে। সরকারকে বারবার পাকা সেতু তৈরির অনুরোধ জানালেও কর্ণপাত করেনি কেউ। ফলে ফি বর্ষায় এই ভোগান্তিকে নিয়তি বলে ধরে নিয়েছেন বহ🤪ু মানুষ।