খাস কলকাতায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার পিছনে থাকতে পারে বিজেপি–সিপিএমের হাত। ডানকুনির চাকুন্দিতে সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসে এমনই বিস্ফোরক দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর কসবা কাণ্ড নিয়ে এখন সরগরম রাজ্য–রাজনীতি। কারণ কলকাতা পুলিশের ভূমিকা নানা প্রশ্ন তুলে দিয়েছেন মহানাগরিক ফিরহাদ হাকিম। এই ঘটনায় ইতিমধ্যেই ‘মাস্টারমাইন্ড’ গুলজারকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করেছে গলসি থানার পুলিশ। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করেছে ধৃত। তার দাবি, ক෴াউন্সিলর তার ২ হাজা✃র বর্গফুট জায়গা দখল করে রেখেছিল। সুশান্ত ঘোষকে গুন্ডাও বলে গুলজার।
এদিকে এই ঘটনায় এবার একযোগে সিপিএম এবং বিজেপিকে কড়া আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল ১ নম্বর ওয়ার্ডে বাসস্ট্যান্ড পাম্প হাউস–সহ ঢালাই রাস্তার উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই উদ্বোধনী মঞ্চ থেকেই সিপিএম–বিজেপিকে নিশানা করেন কল্যাণ। এমনকী মহম্মদ সেলিমকে সরাসরি চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একটু ভাল করে খোঁজখবর নিলে হয়তো দেখা যাবে, বিজেপি এবং সিপিএম এসবের পিছনে রয়েছে। একটা অদ্ভুত ব্যাপার তৈরি হল। যেভাবে বিজেপি এবং সিপিএম হিংসাত্মক কার্যকলাপের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে চাইছে,🍎 এসব তার জ্বলন্তꦐ নিদর্শন।’
আরও পড়ুন: মন্দারমণির হোটেল থেকে সমুদ্রসৈকত শুনশান, বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে চাপে ব্যবসায়ীরা
অন্যদিকে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি যান মেয়র ফিরহাদ হাকিম। গোটা দল তাঁর পাশে আছে সেই বার্তা দেওয়া হয়। তারপরই নতুন লড়াইয়ে নামতে চলেছেন বলে জানিয়ে দেন সুশান্ত ঘোষ। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘২০২৬ সালে কোনও বিরোধী দলনেতা হবে 🎐না রাজ্যে। একটু ভাল করে খোঁজ নিলে দেখা যাবে, বিজেপি–সিপিএম রয়েছে এই ঘটনার পিছনে।’ ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এক ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে। তার নাম যুবরাজ সিং। ওই ট্যাক্সিতে করেই ইকবাল–সহ বাকিরা পালায়। কসবায় তৃণমূল কংগ্রেস♔ কাউন্সিলর খুনের চেষ্টায় বিহার যোগ রয়েছে। মোট তিনজন আসে বিহারের বৈশালী থেকে বলে খবর।