চলন্ত বা🐼সে আগুন ধরে গেল। কলকাতা থেকে ওড়িশাগামী একটি বাস খড়গপুরে পৌঁছতেই দাউদাউ করে জ্বলে ওঠে। আজ, শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার মাদপুরের কাছে। ওড়িশার উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। খড়গপুরের মাদপুরে পৌঁছতেই বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। রাতের বেলায় জাতীয় সড়কের উপর দাউদাউ করে বাসটি জ্বলতে থাকে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়।
এদিকে জাতীয় সড়কের উপরে এভাবে বাস জ্বলতে থাকায় আতঙ্ক তৈরি হয়। সেখান থেকে যাত্রীরা লাফ দিয়ে প্রাꦍণে বাঁচেন। আগুনের লেলিহান শিখায় বাসটি ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেয় একাধিক দমকলের ইঞ্জিন। তার মধ্যে আগুন নেভাতে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রীর দগ্ধ হওয়ার খবর মিলেছে। যদিও কেমন করে আগুন লাগল, সেটা এখনও স্পষ্ট নয়। আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রথমেই এই বাসে আগুনের ফুলকি দেখতে পান চাল꧅ক।
তারপর ঠিক কী ঘটল? আগুন ফুলকি দেখেই তিনি বিপদের গন্ধ পান। তৎক্ষণাৎ বাস মাঝ রাস্তায় থামিয়ে দেন চালক। বাস থেকে নামার জন্য তাড়াহুড়ো পড়ে যায় যাত্রীদের মধ্যে। কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে। বাসের মধ্যে আর কেউ ছিল না বলেই এখনও পর্যন্ত খবর। তবে দমকল পরে গোটা বিষয়টি সামনে নিয়ে আসবে। নামতে দেরি হওয়ায় কয়েকজন যাত্রী ওই আগুনে দগ্ধ হন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ বিকেলে বাবুঘাট থেকে রওনা দেয় বাসটি। যার গন্তব্য ছিল ওড়িশার পারাদ্বীপ। কিন্তু রাত ৯টা নাগাদ বাসটি খড়গপুর গ্রামীণ থানার মাদপুর এলাকা দিয়ে যাওয়🐟ার সময়ই ইঞ্জিনে আগুন লেগে যায়। বাসে অনেক যাত্রী ছিলেন।
আরও পড়ুন: ‘মিথ্যে কথা বলাটা মোদীর চরিত্র’, রাজ✱স্থানের মাটিতে প্রধানমন্ত্রীকে আক্রমণ জয়রামের
আর কী জানা যাচ্ছে? খড়গপুর থানার পুলিশও এসে হাত লাগিয়েছে। তবে এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কেউ মারা গিয়েছেন কিনা সেটা জানা যায়নি। কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর মিলেছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছেন স্থানীয় প্রশাসন কর্তারাও। বাসের চালক নেমে গেলেও বাসের𒅌 দরজা বন্ধ ছিল বলে সূত্রের খবর। হঠাৎই বাসের ইঞ্জিনে আগুন লেগে গেলে বিপদ বাড়ে। বাসের দরজা বন্ধ থাকায় বেরোতে একটু দেরি হয়। এই বিষয়ে জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, ‘একটি দুর্ঘটনা ঘটেছে। সেখানে টিম পাঠানো হয়েছে। ঠিক কতজন মানুষ আহত হয়েছেন সেটা এখনই বলা সম্ভব নয়।’