রবিবার IPL মেগা অকশনের প্রথম দিন। এদিনই ভাগ্য নির্ধারণ হবে ঋষভ পন্ত, কেএল রাহুলের মতো ভারতীয় তারকাদের। তার আগে ঋষভকে নিয়ে মুখ খুললেন রিকি পন্টিং। গত মরশুমে দু’জনই দিল্লি ক্যাপিটালসে ছিলেন। IPL ২০২৫-এ পঞ্জাবের হয়ে কোচিং করাতে দে✅খা যাবে পন্টিংকে। অকশনের আগে এবার ঋষভকে নিয়ে মুখ খুললেন তিনি। মেগা অকশনের আগে পন্ত সব IPL ফ্র্যাঞ্চাইজির নজরে র𒅌য়েছে। তাঁর মতো এরকম মারকাটারি ব্যাটসম্যানকে সব দলই পেতে চাইবে সেটাই স্বাভাবিক। এবারের মেগা অকশনের মঞ্চে সবচেয়ে বেশি টাকা হাতে নিয়ে নামতে চলেছে পঞ্জাব কিংস। কারণ তারা মাত্র ২ জন ক্রিকেটারকে রিটেন করেছিল IPL ২০২৫-এর জন্য।
স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় রিকি পন্টিং জানান, পন্ত অবশ্যই তাদের দলের টার্গেট লিস্টে রয়েছেন। তিনি স্বীকার করে নিয়েছেন এবারের অকশনকে ঘিরে তাদের প্রত্যাশা অনেক বেশি। তিনি বলেন, ‘দেখুন অকশনে আমাদের প্রচুর কꦿ্রিকেটারদের নিয়ে কথা বলার জায়গা রয়েছে। তবে ঋষভকে সব দলই টার্গেট করবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। এটা অবশ্যই ভালো দিক যে আমরা নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামব। কিন্তু আপনি যখন বিশ্লেষণ কর🎐বেন দেখবেন আমাদের দলে মাত্র ২ জন ক্রিকেটার রয়েছে। আমরা যখন ২-৩ জন খেলোয়াড়কে কিনে নেব তখন আমাদের পার্স বাকিদের সমান হয়ে যাবে। তাই আমার মনে হয় না এটা খুব বড় কিছু বিষয়। শুধু এটুকুই পার্থক্য থাকবে আমরা হয়তো প্রথমে সেরা ২-৩ জন খেলোয়াড়কে তুলে নিতে সক্ষম হব।’
তিনি আরও বলেন, ‘হ্যাঁ অবশ্যই ঋষভকে নিয়ে কথা হয়েছে। আরও অনেক ক্রিকেটারকে নিয়েও কথা হয়েছে। এখন আমাদের শুধু আমাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে হবে।’ প্রসঙ্গত, রবিবার এবং সোমবার সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হবে IPL ২০২৫-এর মেগা অকশন। এর আগের অকশনটি অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। এবার অনেক ক্রিকেটারেরই ঠিকানা বদল হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। সবচেয়ে বেশি নজর রয়েছে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত এবং কেএল রাহুলের উপর। অধিনায়কের খোঁজে থাকা ফ্র্যাঞ্চাইজিগুলি যে তাঁদের জন্য ঝাঁপাবে তা বলার অপেক্ষা রাখে না। তব🐲ে শেষ পর্যন্ত কে কোন দলে যাবে তা সময় বলবে। শুধু মাত্র ক্রিকেটার নয়, দলগুলি একাধিক কোচিং স্টাফেরও পরিবর্তন করেছে আগামী বছরের IPL-এর কথা মাথায় রেখে।