আইপিএলের নিলাম হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। এবারে আইপিএলের মেগা নিলামের আসর বসছে সৌদি আরবের জেদ্দাহতে। সেখানে ভাগ্য নির্ধারণ হবে ডেভিড মিলার, শ্রেয়স আইয়ার💞, ঋষভ পন্তদের। কোন ক্রিকেটার কত দাম পেল, কোনও দলই বা সব থেকে শক্তিশালী স্কোয়াড বানালো শেষ পর্যন্ত তা বোঝা যাবে ২৫ নভেম্বর।
আরও পড়ুন-IPL নিলামে শামি প🃏াচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
অস্ট্রেলিয়া ছেড়ে আইপিএলের দায়িত্বে ভেত্তোরি
আইপিএলের নিলামে যোগ দিতে পার্থ টেস্ট শুরুর আগেই অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছে সেদেশের জাতীয় দলের বোলিং কোচ ড্যানিয়েল ভেত্তোরিকে। তিনি সানরাইজার্স হায়দরাবাদের কোচ হওয়ায়, ম্যাচ ছে়ড়েও তাঁকে আইপিএলের নিলামে যোগ দিতে আসতে হয়েছে। যদিও তাঁর না থাকায় তেমন কোনও প্রভাব পড়ꦚবে বলে মনে করেননা অজি অধিনা♎য়ক।
আরও পড়ুন-অস্ট𒅌্রে♈লিয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
ড্যানিয়েল ইতিমধ্যেই সৌদি রওনা দিয়েছে
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সেরই সঙ্গে সানরাইজার্স দলে একসঙ্গে কাজ করেন ড্য🔯ানিয়ে ভে𒆙ত্তোরি। নিজের জাতীয় দলের বোলিং কোচের পার্থে না থাকা নিয়ে প্যাট কামিনস বলছেন, ‘ড্যান ইতিমধ্যেই সৌদি আরবের রওনা দিয়েছে। তবে ও দলের পুরো প্রস্তুতির সময় উপস্থিত ছিল। আমরা অনেক আলাপ আলোচনা করেছি নিজেদের মধ্যে।তাই যাই হোক, সামনে দিকেই তাকাতে চাই ’।
আরও পড়ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেল✱তꦦে চান…
টেস্টের মাঝেই আইপিএলের নিলাম-
এমন হাইভোল্টেজ সিরিজ, যেখানে এর আগেই দুবার হারতে হয়েছে দেশের মাটিতে। বোলিং কোচের না থাকা প্রভাব🐎 ফেলবে না দলে? এছাড়া এমন ম্যাচ চলাকালীন আইপিএলের নিলাম কি প্রভাব ফেলতে পারে ক্রিকেটারদের ওপর? প্যাট কামিনস বলছেন, ‘ক্রিকেটারদের ওপর তেমন কোনও প্রভাব পড়বে না। অধিকাংশ ক্রিকেটার এর আগেও নিলামে উঠেছে, ফলে জানে তাঁদের হাতে কিছু করণীয় থাജকে না। শুধু বসে থাকতে হয়, আর দেখতে হয় যে তোমায় নেওয়া হয়েছে কিনা। এটা কোনওরকম ডিস্ট্র্যাকশন বলে আমি ঠিক মনে করি না ’।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার🐭! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
আইপিএল নিয়ে রিকির ক্ষোভ-
প্রসঙ্গত পার্থ টেস্ট চলাকালীন আইপিএল নিলাম হওয়ায় ꦡকদিন আগেই বিরক্তি প্রকাশ করেছিলেন অজি তারকা রিকি পন্টিং। তিনি বলেছিলেন, যে ম্যাচের মধ্যে এভাবে আইপিএলের নিলাম পড়বে সেটা তিনি ভাবতে পারেননি। তিনি আশা করেছিলেন, দুটি টেস্টের মাঝের যে বিরতি, সেই সময়ের মধ্যে হয়ত আইপিএলের নিলামের দিন দেওয়া হবে।