ফের অনলাইনে প্রতারণার শিকার হলেন এক বৃদ্ধ। না বুঝে ওটিপি শেয়ার করে ফেলেছিলেন তিনি। নিমেষের মধ্যে গায়েব হয়ে যায় ১ লাখ ২০ হাজার টাকা। নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। নিউ ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের শরৎ চ্যাটার্জি রোডের বাসিন্দা দিব্যেন্দু নারায়ণ বিশ্বাস। মঙ্গলবার বিকেলে একটি অচেনা নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ম্যানেজার বলছেন বলে জানানো হয়। তাঁকে বলা হয়, তাঁর এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। রিনুয়াল করতে হবে। প্রথম দিকে ৭০ বছরের বেশি বয়সি অবসরপ্রাপ্ত ওই বৃদ্ধের সন্দেহ হয়। সন্দেহ হলেও ফোনের ওপারে থাকা ব্যক্তির কথা শুনে প্রভাবিত হয়ে যান বৃদ্ধ। একে একে ওটিপি শেয়ার করে যান। সঙ্গে সঙ্গে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায়। যখন ওই বৃদ্ধ বুঝতে পারলেন, মারাত্মক ভুল হয়ে গিয়েছে, ততক্ষণে কাজ শেষ হয়ে গিয়েছে। এরপর ওই বৃদ্ধ ছোটেন নিউ ব্যারাকপুরে তাঁর ব্যাঙ্কে, যেখানে তাঁর অ্যাকাউন্ট রাখা রয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ওই বৃদ্ধকে জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লাখ ২০ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। এই কথা জানার পরই অসুস্থ বোধ করেন বৃদ্ধ। তিনি জানান, তাঁর হার্টের রোগ রয়েছে। জটিল অস্ত্রোপচারের জন্য কয়েক লাখ টাকা প্রয়োজন। এতগুলি টাকা চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ইতিমধ্যে নিউ ব্যারাকপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ নম্বর ধারায় প্রতারণার মামলা দায়ের করেছে পুলিশ। কিছুদিন আগেই এই ধরনের ঘটনা ঘটেছিল।