বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Landslide in NH 10: ফের বিপত্তি পাহাড়ে, যান চলাচল স্বাভাবিক হতে না হতেই সিকিমগামী ১০ নং জাতীয় সড়কে ভয়াবহ ২টি ধস
দীর্ঘ ২৫ দিন ধরে বন্ধ জাতীয় সড়ক নম্বর ১০। পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক এটি। তবে বিগত কয়েকদিনে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছিল এই রাস্তায়। ধস সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করা হচ্ছিল। আগামী দু'দিনে এই রাস্তায় ফের গাড়ি চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হবে বলে আশাও ব্যক্ত করা হয়। তবে এরই মাঝে ফের ভয়াবহ ধস নামল ১০ নং জাতীয় সড়কে। এর জেরে ফের একবার সিকিমগামী এই জাতীয় সড়কটি বন্ধ হয়ে গিয়েছে। এদিকে ধস একটি নয়, বরং দু'টি। ধসের ঘটনা দু'টির একটি ঘটেছে মাল্লি বাজারের কাছে। এবং জানা গিয়েছে, অপর একটি ধসের ঘটনা ঘটেছে বিড়িকদাড়ায়। (আরও পড়ুন: 𝐆ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জে🦋লায়, জানুন কলকাতার আবহাওয়ার পূর্বাভাস)