হালকা-হালকা শীত পড়েছে। রাতের দিকে ঠান্ডা-ঠান্ডা ভাব থাকবে। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কমে গিয়েছে বিলিতি মদের দাম। যা সুরাপ্রেমীদের কাছে সম্ভবত শীতের সেরা উপহার। রাম, বিয়ার থেকে শুরু করে ব্র্যান্ডি, হুইস্কি, ওয়াইনের দামও সস্তা হয়েছে। একনজরে দেখে নিন Bacardi বিভিন্নরকম মদের বোতলের দাম -Bacardi Apple Original Apple Rum (৩৭৫ মিলিমিটার): ৫০০ টাকা।Bacardi Apple Original Apple Rum (৭৫০ মিলিমিটার): ৯৪০ টাকা।Bacardi Carta Blanca Superior White Rum (১৮০ মিলিমিটার): ২৪০ টাকা।Bacardi Carta Blanca Superior White Rum (৩৭৫ মিলিমিটার): ৪৪০ টাকা।Bacardi Carta Blanca Superior White Rum (৭৫০ মিলিমিটার): ৮৪০ টাকা।Bacardi Limon Original Citrus Rum (১৮০ মিলিমিটার): ২৮০ টাকা।Bacardi Limon Original Citrus Rum (৩৭৫ মিলিমিটার): ৫০০ টাকা।Bacardi Limon Original Citrus Rum (৭৫০ মিলিমিটার): ৯৪০ টাকা।Bacardi Orange Original Orange Rum (৩৭৫ মিলিমিটার): ৫০০ টাকা।Bacardi Orange Original Orange Rum (৭৫০ মিলিমিটার): ৯৪০ টাকা।Black By Bacardi Deluxe Original Premium Crafted Rum (১৮০ মিলিমিটার): ২০০ টাকা।Black By Bacardi Deluxe Original Premium Crafted Rum (৩৭৫ মিলিমিটার): ৩৭০ টাকা।কিন্তু দাম কমানো হয়েছে কেন? প্রশাসনিক মহলের ব্যাখ্যা, এতদিন বিভিন্ন প্রতিবেশী রাজ্যগুলিতে দাম কম হওয়ায় সেখানে থেকে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে মদ আনা হত। এবার মদের দাম কমে যাওয়ায় সেই পাচার বন্ধ হবে। তাতে আখেরে লাভ হবে রাজ্যের। সঙ্গে সুরক্ষিত হবে জনস্বার্থের বিষয়টিও। যদিও দাম কমলে রাজ্যের কোষাগারে প্রভাব পড়বে না? প্রশাসনিক মহলের দাবি, গুণগতভাবে ভালো মদের দাম কমে যাওয়ার ফলে সুরাপ্রেমীদের মধ্যে চাহিদা বাড়বে। ফলে বাড়তি মদ বিক্রি হবে। বিভিন্ন ধরনের মদের ক্ষেত্রে যে পরিমাণ দাম কমানো হয়েছে, তা পুষিয়ে যাবে। পাশাপাশি ভিন রাজ্য থেকে বেআইনিভাবে মদ নিয়ে আনার প্রবণতায় লাগাম পড়লেই রাজ্যে বিলিতি মদের বিক্রি বৃদ্ধি পাবে। যা রাজ্যের কোষাগারের পক্ষে ভালো।