গত বুধবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার মথুরাপুরে ডাইনি অপবাদে সালিশি সভায় মারধর করা হয়েছিল ৬ গ্রামবাসীকে। শুধু মারধরই কর𒊎া হয়নি,෴ খাওয়ানো হয়েছিল মানুষের মল মূত্র। এই অপমান সইতে না পেরে আত্মঘাতী হয়েছিলেন একজন। সেই ঘটনার পরেই মানুষকে সচেতন করতে মথুরাপুরের সাঁওতালপাড়া গ্রামে দুয়ারে সরকারের শিবির এবং স্বাস্থ্য শিবির করল রাজ্য সরকার। এলাকার একটি ডিএলএড কলেজে দুয়ারে সরকার শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
বুধবারের ঘটনার পরেই এলাকায় দুয়ারে সরকারের আশ্বাস দিয়েছিলেন বিডিও। সেইমতোই সেখানে দুয়ারে সরকারের শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন খোদ এসডিও, বিডিও এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা। বিডিও আবু তৈয়ব জানান, মথুরাপুর গ্রামে ৭০ টি আদিবাসী পরিবার রয়েছে। শিবিরের আয়োজন করে সেখানে আদিবাসীদের স্বাস্থ্য সাথী কার্ড, রেশন কার্ড, খাদ্য সাথী-সহ অন্যান্য সরকারি সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে কুসংস্কার নিয়ে💧 মানুষকে সচেতন🎃 করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেꦅ এই উদ্যোগ নেওয়ার পরে সেখানে আদিবাসীদের উপচে পড়া ভিඣড় দেখা যায়। প্রশাসনের এই উদ্যোগে খুশি আদিবাসীরা।