পাতালপথের পর এবার লোকাল ট্রেনেও ধোঁয়া দেখা গেল। ডাউন ব্যান্ডেল লোকালে আজ, শনিবার ধোঁয়া দেখা দেয়। এই পরিস্থিতি দেখে চুঁচুড়া স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। বেশ কিছুক্ষণ থমকে থাকার পর ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে আবার ব্যান্ডেলে ফিরে যায়। পূর্ব রেল সূত্রে খবর, ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ব্যান্ডেল স্টেশন ছাড়ে সকাল ৮টা ২৮ মিনিটে। ট্রেনটি চুঁচুড়ায় প্ল্যাটফর্মে ঢুকতেই চালক দেখতে পান ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ট্রেন দাঁড় করিয়ে দেন চালক কোনওরকম ঝুঁকি না নিয়েই। তখন যাত্রীরা লাফ 🧜দিয়ে নেমে পড়েন। ওখানেই ট্রেনটি দাঁড়িয়ে থাকে। পরে ট্রেন ব্যান্ডেলে ফিরিয়ে আনা হয়। ৯.০৫ সময়ের ডাউন ব্যান্ডেল হাওড়া বিকল্প হিসাবে যাত্রা শুরু করে। ব্রেক বাইন্ডিংয়ে ত্রুটির জন্য ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরোতে থাকে বলে সূত্রের খবর।
এদিকে এই ঘটনায় হুগলি জেলায় জোর আলোড়ন পড়🐲ে গিয়েছে। সংশ্লিষ্ট ট্রেনের একাধিক যাত্রী বলেন, ‘আগুন ধরার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ধোঁয়া বের হওয়ায় সকল যাত্রী নেমে যায় ট্রেন থেকে। আধ ঘণ্টা ওই ট্রেন দাঁড়িয়েছিল। আতঙ্কে তৈরি হয় সকলের মনে।’ শনিবার বলে অফিস যাত্রীদের সংখ্যা তুলনায় কম ছিল। কিন্তু যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে ভালই। গরমের মধ্যে ৪০ ডিগ্রির কাছে তাপমাত্রায় এমন অবস্থার মুখোমুখি হয়ে যাত্রীরা ক্লান্ত।
আরও পড়ুন: ভাঙড়ে শওকত মোলার নামে পড়ল পোস্টার, উঠল তৃণমূল বিধায়ক✅কে গ্রেফতারের দাবি
অন্যদিকে প্রায়ই লোকাল ট্রেনে নানা সমস্যা দেখা দেয়। তাতে বিরক্ত সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। কিন্তু লোকাল ট্রেনের তলা থেকে ধোঁয়া বের হয়ে আসা🦂য় যাত্রীদের ভোগান্তি এই প্রথম। বেসরকারি অফিস শনিবার খোলা থাকেই। তাই ট্রেনে ভিড় ছিল ভালই। পরিস্থিতি খা🌼রাপ হওয়া নিয়ে ট্রেনে সফররত যাত্রী পীযূষ চক্রবর্তীর কথায়, ‘গরমে যখন হাঁসফাঁস করছি তখন ট্রেনও দাঁড়িয়ে পড়ল। এই অবস্থায় সহ্য করাটা অত্যন্ত কষ্টদায়ক। ট্রেন থেকে ধোঁয়া বের হওয়ার খবর সামনে আসায়ই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে অনেকে ট্রেন থেকে নেমে পড়েন।’