বাংলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষত কলকাতা এবং উত্তর ২৪ পরগনার পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে। এই অবস্থায় করোনা রুখতে সেপ্টেম্বরেও সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানানো হল, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট তিনদিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন কার্যকর করবে।বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখনও তো কোভিড হচ্ছে এবং কোনও জেলায় হয়তো একটু কম, কোনও জেলায় একটু বেশি হচ্ছে। কোনও জেলায় একটা পকেটে বেশি হচ্ছে। কোনও জেলায় আবার কমানোর চেষ্টাও হচ্ছে। ট্রেসিং, টেস্টিং এবং ট্রিটমেন্ট - এই তিনটের উপরই আমাদের নজর রাখতে হবে। মাস্ক পরবেন। হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও নজরে রাখুন।'পরে তিনি জানান, পশ্চিমবঙ্গে নাহলেও অন্যান্য রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার খবর তাঁর কানে আসছে। তাই রাজ্য এখনই পুরোপুরি লকডাউন তুলে নেওয়ার পথে হাঁটছে না। সম্পূর্ণ লকডাউনের সূচি ঘোষণা করে মমতা জানান, আপাতত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সাপ্তাহিক লকডাউন চলবে। আগামী মাসে ৭ (সোমবার), ১১ (শুক্রবার) এবং ১২ (শনিবার) তারিখ সম্পূর্ণ লকডাউন হবে।তারপর পরিস্থিতির বিবেচনা করে লকডাউন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আপাতত এখন আর কিছু বলছি না। ২০ তারিখের পর বা তার মধ্যে বিশ্বকর্মার পুজোর পর লকডাউন বাড়ানোর কোনও পরিস্থিতি যদি তৈরি হয়, সেটা আমরা বলে দেব।’