সন্দেশখালির ঘটনা নিয়ে বিরোধীরা পালে হাওয়া টানতে চাইছে। তাই এখানে বারবার ছুটে এসেছেন বিজেপি–সিপিএমের নেতারা। লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের পাল🙈ের হাওয়া নিজের দিকে রাখতেই বিরোধীরা প্রস্তুতি নিচ্ছে। তবে সবাইকে পিছনে ফেলে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্রিগেডের সভা থেকে হাজ♛ি নুরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। আগেও এখানে তিনি সাংসদ ছিলেন। এখন বিধায়ক। এবার এখান থেকে টিকিট পাননি নুসরত জাহান। এই আবহে এবার বিরোধীদের চক্রান্তের তথ্য ফাঁস করতে বসিরহাটে সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে অভিষেকের এই জনসভা সফল করতে রুদ্ধশ্বাস গতিতে কাজের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। জোরকদমে কাজ চলছে বসিরহাটে। আগামী ২০ মার্চ বসিরহাট বিএসএস স্টেডিয়ামে জনসভা করতে আসছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, শনিবার দুপুরে ঘোষণা হয়ে যাবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। তারপরই এখানে আসছেন অভিষেক সভা করতে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর তাই সভাস্থল এবং হেলিপ্যাড ♓ঘুরে দেখলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বসিরহাট হাইস্কুল মাঠে ইতিমধ্যেই হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। বসিরহাটে যুব তৃণমূল কংগ্রেস নেতা শমীক রায় অধিকারী বলেছেন, ‘অভিষেকের সভায় লক্ষাধিক মানুষের জমায়েত হবে।’
আরও পড়ুন: দোল উৎসব উপলক্💮ষ্যে ‘বিশেষ ট্রেন’ চালাবে পূর্ব রেল, বাড়তি পরিষেবায় খুশি 🐻জনতা
অন্যদিকে বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে। তাই তাঁর সমর্থনেই এই সভা করা হচ্ছে। এই লোকসভা কেন্দ্রের দায়িত্ব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে সুজিত বসুকে। তাই🐷 তিনি এখানে মাটি কামড়ে পড়ে আছেন। সভাস্থল ঘুরে দেখা থেকে শুরু করে সংগঠন সবটাই দেখছেন খুব নীরবে। তারপর যা করা দরকার সেই পরামর্শ দিচ্ছেন। এখানে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৈঠকও করেন মন্ত্রী। দলীয় জেলা কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, প্রার্থী হাজি নুরুল ইসলাম–সহ অন্যান্যরা। এখানেই সভা করতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তথ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জ꧃য় নিয়ে কোনও সংশয় নেই।
এছাড়া এখানে সভা করতে এসে বিরোধীদের গোপন চক্রান্ত ফাঁস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। এমনকী সন্দেশখালির ঘট🎐না নিয়ে নতুন তথ্য তুলে ধরবেন বলে জানা যাচ্ছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে ২০০৯ সালে তৃণমূল কংগ্রেস হাজি নুরুল ইসলামকে প্রার্থী করেছিল। তিনি জিতেও ছিলেন। তারপর এখানে নুসরত জাহানকে প্রার্থী করা হয়েছিল। তিনিও জিতেছিলে🧜ন। এবার অবশ্য পুরনো নেতার উপরই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। কারণ হাজি সাহেবের সঙ্গে বসিরহাটের সাধারণ মানুষের নিবিড় যোগাযোগ রয়েছে। তাই মানুষ এবার তাঁর উপরে আবার আস্থা রাখবেন বলে মনে করা হচ্ছে।