১৫ দিনের মাথায় ফের দুর্ভোগের মুখে আমজনতা। ১ সেপ্টেম্বর ফের রান্নার গ্যাসের দাম বাড়াল রাষ্টꦆ্রায়াত্ব সংস্থাগুলি। এদিন ফের একবার ২৫ টাকা বাড়ানো হল এলপিজি সিলিন্ডারের দাম। এর জেরে কলকাতায় ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়াল ৯১১ টাকায়। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকꦦে বিগত আট মাসে গ্যাসের সিলিন্ডারের দাম দফায় দফায় ২৯০ টাকা বেড়েছে।
প্রসঙ্গত, এর আগে ১৫ দিন আগেই গ্যাসের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছিল। এদিন ফের মূল্যবৃদ্ধির জেরে গত ১৫ দিনে একলাফে ৫০ টাকা দাম বাড়ল সিলিন্ডারে🍌র। সংস্থার দাবি, বিশ্ব বাজারে এলপিজি-র মূল উপাদান প্রোপেন-বুটেনের দর। তাই তারাও দাম বাড়াতে বাধ্য হয়েছে।
এর আগে ১ জুলাই ২৫ টাকা বাড়ানো হয়েছিল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এর আগে ফেব্রুয়ারি ও মার্চে দাম বেড়েছিল সিলিন্ডারের। অবশ্য এপ্রিলে অপরিবর্তিত রাখা হ🅷য়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। পরে এপ্রিলে ১০ টাকা কমানো হয়েছিল সিলিন্ডারের দাꦯম। তবে জুলাইয়ে ফের বাড়ানো হয় সিলিন্ডারের দাম।
এদিকে রান্নার গ্যাসের পাশাপাশি এদিন বেড়েছে রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ১৯ কেজির⛦ বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা। এদিকে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও এদিন সামান্য কমেছে পেট্রল-ডিজেলের🌌 দাম। আইওসি-র পাম্পে পেট্রলের দাম কমেছে ১০ পয়সা। ডিজেল সস্তা হয়েছে ১৪ পয়সা।