প্রকাশিত হল ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আপাতত সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে এখনই অনলাইনে রেজাল্ট দেখা যাবে না। বেলা ১২ টা থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। সেইসময় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিস♌িয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইট থেকেও পড়ুয়ারা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে।
কীভাবে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) 'হিন্দুস্তান টাইমস বাংলা'-র ওয়েবসাইট pbv88casino.cc-তে যেতে হবে।
২) হোমপেজে মাধ্যমিক রেজাল্টের 🌸লিঙ্ক আছে (বেলা ১২ টায় সক্রিয় হবে)। ও;
৩) পড়ুয়াদের মাধ্যমিকের রোল নম্বর এবং অন্যান্য তথ♏্য প্রদান ꦕকরতে হবে। তারপর নির্দিষ্ট জায়গায় ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৪) স্ক্রি💜নে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।⛦
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে - রইল ডিরেক্ট লিঙ্ক
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা - একনজরে
চলജতি বছর ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। মূল যে সাতটি বিষয় আছে, সেই সাতটি বিষয়ের পরীক্ষা ৩ মার্চ শেষ হয়ে গিয়েছিল। ৪ মার্চ হয়েছিল ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার ৭৫ দিনের 🌞মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
এবার অবশ্য পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। গতবার যেখানে ১০ লাখের বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, এবার পরীক্ষার্থীর সংখ্যꦅা সাত লাখের গণ্ডিও ছুঁতে পারেনি। পর্ষদের দাবি, করোনাভাইরাস মহামারীর কারণে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। কারণ মহামারী যখন আছড়ে পড়েছিল, তখন এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা একটা গুরুত্বপূর্ণ মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়েছিল। সেই পরিস্থিতিতে এবার মাধ্যমিকে পাসের হারের দিকে বাড়তি নজর আছে শিক্ষা মহলের।
শেষ ১০ বছরে মাধ্যমিকে পাসের হার
১) ২০১৩ সাল: ৮১.৮১ শতাংশ।
২) ২০১৪ সাল: ৮২.২৪ শতাংশ।
৩) ২০১৫ সাল: ৮২.৬৬ শতাংশ।
৪) ২০১৬ সাল: ৮৫.৭৪ শতাংশ।
৫) ২০১৭ সাল: ৮৫.৬৫ শতাংশ।
৬) ২০১৮ সাল: ৮৫.৪৯ শতাংশ।
৭) ২০১৯ সাল: ৮৬.০৭ শতাংশ।
৮) ২০২০ সাল: ৮৬.৩৪ শতাংশ।