ছাত্র জীবনের বড় পরীক্ষা হল মাধ্যমিক। আর সেই পরীক্ষায় পাশ করতে না পারায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক ছাত্রী। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মির্দা গ্রামের। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থে꧋কে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় তাকে। এখনও ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত🌠্রে জানা গিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম মুন্নি খাতুন। সে চোপড়া গার্লস হাইস্কুলের ছাত্রী। জামাল উদ্দিন নামে তার এক আত্মীয় জানান, গতকাল মাধ্যমিকের রেজাল্ট পেয়ে বাড়ি ফেরার পর থেকেই মন খারাপ ছিল মুন্নির। সে বাড়িতে কারও সঙ্গে ঠিকমতো কথা বলেনি। এরপরে ঘরের দরজা বন্ধ করে কীটনাশক খেয়ে নেয়। বিষয়টি বুঝতে পারে পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে দ🐠রজা ভেঙে মুন্নিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে তাকে দোলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা🌃র অবনতি হওয়ায় পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ওই ছাত্রীকে।