দেওরের বন্দুক♐ হাতে নিয়ে দেখার সময় অসাবধানে গুলিবিদ্ধ বউদি। ঘটনা মালদার কালিয়াচকের𓆉। আহত বধূর বুকে গুলি লেগেছে। গুলি বার করা যায়নি মালদায়। ফলে তাঁকে কলকাতায় রেফার করেছেন চিকিৎসকরা।
আহত বধূর নামে সাহিবা খাতুন (১৮)। কালিয়াচক থানার নারায়ণপুরের বাসিন্দা সারিউল শেখের স্ত্রী তিনি। মঙ💙্গলবার রাতে দেওর সাইদুল্লা হকের বন্দুক নিয়ে খেলা করছিলেন তিনি। বন্দুকে ভরা ছিল গুলি। দেওর ব🅠উদির মশকরা চলাকালীনই বন্দুক থেকে গুলি বেরিয়ে লাগে সাহিবার বুকে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু সেখানকার চিকিৎসকরা গুলি বার করতে পারেননি। বুধবার তাঁকে কলকাতায় রেফার করেন চিকিৎসকরা।
অভিযুক্ত দেওর সাইদু🧜ল্লাকে🥃 গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন সাইদুল্লা এলাকায় মস্তান হিসাবে কুখ্যাত। মানুষকে ভয় দেখানো। জমি জায়গা দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চিকিৎসকরা জানি💮য়েছেন, বধূর অবস্থা স্থিতিশীল। কিন্তু গুলি বার করার প্রযুক্তি আমাদের কাছে নেই। তাই কলকাতায় নিয়ে যেতে বলেছি।