মালদার কালিয়াচকে ফের ব্যাপক আকার ধারণ করল নদীভাঙন। গঙ্গায় ভাঙনের জেরে অস্থায়ী তাঁবুসহ তলিয়ে যান ২ বিএসএ🅷ফ জওয়ান। কোনওক্রমে তাঁদের উদ্ধার করেন স্থানীয়রা। ঘটনাস্থল কালিয়াচক ৩ নম্বর ব্লকের পার✃লালপুর গ্রাম। ওদিকে মানিকচকেও ভাঙছে গঙ্গার পার।
বর্ষার শেষে মালদায় গঙ্গায় ভাঙন নতুন কিছু নয়। এবারও মালা ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় ভাঙন ভয়াল আকার নিয়েছে। বৃহস্পতিবার সকালে পারলালপুরে গঙ্গার পাড় ভাঙতে শুরু করে। ভারত বাংলা🃏দেশ সীমান্তে সেখানে তাঁবু খাটিয়ে পাহারায় ছিলেন ২ বিএসএফ জওয়ান। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের তা🍒ঁবুটি গঙ্গায় তলিয়ে যায়। স্থানীয়রা বিপদ বুঝে ২ জওয়ানকে উদ্ধার করেন। ভাঙনের জেরে সেখানে নদীগর্ভে তলিয়ে যাওয়ার মুখে এরটি মন্দির। ইতিমধ্যে ভেঙে গিয়েছে মন্দিরের সামনের রাস্তা।
ওদিকে মানিকচকের গোপালপুরেও গঙ্গার ভাঙন তীব্র হয়েছে। বৃহস্পতিবার সকালে সেখানে প্রায় ২০০ মিটার দ🔯ীর্ঘ পাড় নদীগর্ভে তলিয়ে গিয়েছে। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গ্রামে।
স্থানীয়দের দাবি, নদী ভা🦄ঙন এখানে নতুন নয়। দীর্ঘদিন ধরে প্রশাসনও জনপ্রতিনিধিদের তৎপর হতে অনুরোধ করা হচ্ছে। কিন্তু তার কোনও ফল আজ পর্যন্ত দেখা যায়নি। ফলে ভাঙনকে ভবিতব্য বলে মেনে নিয়েছেন বাসিন্দারা। বলে ꦬরাখি, গত মাসে মুর্শিদাবাদে ভাঙন খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের জনপ্রতিনিধিরা।