এবার মালদা থেকে ট্রেনে করে সরাসরি যাওয়া যাবে মুম্বই। আজ বুধবার মালদা টাউন স্টেশন থেকে মালদা-মুম্বই সুপারফাস্ট ট্রেনের উদ্বোধন হল। বিজেপি সাংসদ, রাজ্যের মন্ত্রী এবং বিজেপি ও তৃণমূল বিধায়কদের উপস্থিতিতে এই ট্রেনের উদ্বোধন করা হয়। এর ফলে মালদা থেকে মুম্বই যাওয়া খুবই সহজ হবে বলে মনে করছেন সেখানকার বাসিন্দারা। উদ্বোধনে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন, বিজেপি সাংসদ খগেন মুর্মু প্রমুখ।মালদা থেকে মুম্বই পর্যন্ত সরাসরি ট্রেন দেওয়ায় চালু হওয়া নিয়ে রেলের প্রশংসা করেছেন সাবিনা। তিনি বলেন, ‘এর ফলে মালদার মানুষ উপকৃত হবেন। মালদার বহু মানুষ মুম্বইয়ে কাজ করেন। কিন্তু, এতদিন সরাসরি তাদের মুম্বই থেকে মালদা যাওয়া আসার সুযোগ ছিল না। এবার তারা সরাসরি মালদা থেকে মুম্বই পর্যন্ত ট্রেনে করে যাতায়াত করতে পারবেন।’ এদিন ট্রেন উদ্বোধনের সময় একই মঞ্চে দেখা যায় বিজেপি সাংসদ এবং তৃণমূল বিধায়ককে। একই মঞ্চে বিজেপি এবং তৃণমূল নেতা মন্ত্রীদের প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘যে কোনও উন্নয়নের কাজ ও ভাল কাজ হলে আমরা একসঙ্গে আছি। মালদা থেকে প্রচুর মানুষ মুম্বই যায়। কেউ ব্যবসার কাজে কেউ শ্রমিকের কাজে। এতদিন তাদের হাওড়া হয়ে ঘুরে যেতে হতো। এই ট্রেন সরাসরি মুম্বই যাওয়ায় মালদা এবং আশপাশের জেলার বাসিন্দারা উপকৃত হবেন।’উত্তর মালদার বিজেপি সাংসদ, খগেন মুর্মু বলেন দলমত নির্বিশেষে আমরা সবাই উপস্থিত ছিলাম। এই ট্রেন চালু হওয়ার ফলে মালদাবাসীর অনেক সুবিধা হবে। আপাতত সপ্তাহে এক দিন চলছে এই ট্রেন। রেল মন্ত্রীর কাছে আরও বেশি সংখ্যায় এই ট্রেন চালানোর জন্য আবেদন জানিয়েছি। এই এই ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরাও। এক যাত্রী বলেন, ‘এতদিন হাওড়া হয়ে মুম্বই যাতায়াত করতে হতো। একটা থেকে আরেকটা ট্রেন বদলাতে হত। ভাড়া বেশি লাগত। এখন একটি ট্রেনেই আমরা মুম্বাইতে চলে যেতে পারব। এতে আমাদের খুবই সুবিধা হয়েছে।’