সেই জানুয়ারি থেকে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন শুরু হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের সংগঠনগুলির। এদিকে বকেয়া ডিএ-র দাবিতেও দীর্ঘ কয়েক বছর ধরে আদালতে মামলা চলছে। তবে প্রতি ক্ষেত্রেই রাজ্য সরকার নিজেদের অবস্থানে অটল। মুখ্যমন্ত্রীর কথায়, 'ডিএ ঐচ্ছিক। মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকার বাধ্য নয়।' তবে ডিএ নিয়ে এই অনড় মনোভাবের মাঝেই পাহাড়ে গিয়ে জিটিএ কর্মীদের মন জয় করতে গ্র্যাচুইটি এবং লিভ এনক্যাশমেন্ট সহ একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (আরও পড়ুন: সরকারি কর্মীদের DA বৃদ্ধ❀ি নিয়ে উত্তাল বিধানসভা, ৭ম বেতন ꧋কমিশন নিয়ে মুখ খুললেন CM)
শুক্রবার কার্শিয়াঙে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এরপর থেকে যে সব জি🐲টিএ কর্মীরা অবসর গ্রহণ করবেন, তাঁরা ২০ লক্ষ টাকা করে গ্র্যাচুইটি পাবেন। এছাড়াও অবসরের সময় ১০ মাসের লিভ এনক্যাশমেন্টেরও সুবিধা পাবেন জিটিএ কর্মীরা। তবে এই সুবিধা জিটিএ-র স্থায়ী কর্মীদের জন্যে প্রযোজ্য হবে বলে জানান মুখ্যমন্ত্রী। চুক্তি ভিত্তিক কো꧙নও কর্মী এই সুবিধা পাবেন না। এদিকে মমতা আরও জানান, এবার থেকে জিটিএর স্থায়ী কর্মীদের বেতন ২০০৯ ও ২০২১ সালের বেতন নীতি অনুযায়ী পরিবর্তন করা হবে। উল্লেখ্য, জিটিএ এত দিন এই কাঠামোর বাইরে ছিল। এছাড়া আরও কিছু সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। এদিকে শুক্রে কার্শিয়াং থেকে মমতা জানান, জিটিএর জন্যে ৭৫ কোটি টাকা বরাদ্দ করা হবে।
আরও পড়ুন: বছর বছর ১৭% করে বাড়বে ব্যাঙ্ক কর্মীদের, তবে সপ্তাহিক ছুটি💧 বৃদ্ধির কী হবে?