সিঙুর থেকে টাটাদের আমি তাড়াইনি। তাড়িয়েছে সিপিএম। বুধবার বিকেলে শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড় শ🗹ুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন বলে একযোগে আক্রমণ শানিয়েছে বাম – বিজেপি কংগ্রেস। এবার তাদের দাবিকেই সমর্থন করলেন সিঙুর আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে মাস্টারমশাই বল🐻েন, মমতার ধরনার জন্যই টাটারা সিঙুর ছেড়ে চলে গিয়েছে।
এদিন মাস্টারমশা𝐆ইকে বলতে শোনা যায়, ‘শুধুমাত্র সিপিএমের জন্য টাটা চলে গেছে এটা আমি বিশ্বাস করি না। সিঙুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়সহ আমাদের সবার ধরনার জেরেই টাটারা সিঙুর ছেড়ে চলে যায়।’
মোটর ট্রেনিং স্কুলের আড়ালে চলত জালিয়াতি চক্র, উল্টোডাঙায় ED হানায় মিলল নয়া তথ্য
তিনি বলেন, ‘তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর সামনে শাসক ও আন্দোলনকারীদের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি বাতিল করে দিয়েছিল সিপিএমের পলিটব্যুরো। সম্ভবত সেজন্য মুখ্যমন্ত্রী বলেছেন, সিপিএম টাটাদের তাড়িয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক বলছেন না। কারণ, সেই চুক্তির কপি কখনও টাটাদের কাছে পৌঁছয়নি। কারখা🌟নার গেটের সামনে ঘটে যাওয়🌟া একের পর এক ঘটনার জেরেই টাটারা সিঙুর ছেড়ে চলে যান।’
বলে রাখি, বুধবার শিলিগুড়িতে সরকারি বিজয়া সম্♋মিলনী অনুষ্ঠানে মমতা বলেন, ‘আরে টাটাকে আমি তাড়াইনি। তাড়িয়েছে সিপিএম। ওরা জোর করে কৃষ🍌কদের জমি নিয়েছিল। আমরা সেই জমি ফিরিয়ে দিয়েছি।’