রূপনারায়ণ নদে বালি মাফিয়াদের বাড়বাড়ন্ত নতুন কিছু নয়। মাঝেমধ্যেই এই নদে বালি পাচারের খবর শোনা যায়। বিভিন্ন সময় এ নিয়ে বিরোধীদের সরব হতে দেখা গিয়েছে। তার পরেও রূপনারায়ণ নদে বালি পাচার অব্যাহত রয়েছে। বেআইনিভাবে নদের পাড় কেটে বালি পাচার করছে বালি মাফিয়ারা। মূলত রাতের অন্ধকারে বালি পাচার করে থাকে মাফিয়ারা। আর এবার রাতের অন্ধকারে রূপনারায়ণ নদে নিখোঁজ হয়ে গেলেন এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম শিবনাথ ভৌমিক (৪১)। অভি😼যোগ উঠেছে, রাতের অন্ধকারে রূপনারায়ণের বালি পাচার করতে গিয়ে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: জলে ডুবে পৃথিবীর সবচেয়ে ব🉐েশ🦂ি শিশু মৃত্যু হয় সুন্দরবনে
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রি ১১টা নাগাদ। উত্তম ভৌমিক নামে অন্য একজনকে সঙ্গে নিয়ে বালি কাটতে গিয়েছিলেন শিবনাথ। যেহেতু ওই এলাকায় বেআইনিভাবে বালি চুরি করে পাচার করা হয়। সেই কারণে সেখানে পুলিশের নজরদারি থাকে। তবে পুলিশের নজরদারি থাকলেও মূলত রাতের দিকে নদের পাড় কেটে বালি পাচার করে থাকে মাফিয়ারা। তাই পুলিশের নজর এড়াতে রাতের বেলায় নদীর চর থেকে বালি কাটতে গিয়েছিলেন দুজনে। তখন আচমকা প্রবল স্রোত চলে আসে নদে। সেই সময় স্রোতে তলিয়ে যায় শিবনাথ। দীর্ঘক্ষণ ধরে তাকে খোঁজাখুঁজি করেন তার সঙ্গী উত্তম। কিন্তু, তাকে না পেয়ে নৌকা নিয়ে তিনি ফিরে যান তিনি। পরে পুলিশ জানতেই সকালে তার ♌খোঁজে নদে তল্লাশি চালানো হয়। এদিকে, এই ঘটনায় পুলিশ উত্তমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে।
যদিও বালি পাচারের কথা অস্বীকার করেছেন শিবনাথের পরিবার। তার বাবা অভিরাম ভৌমিক জানান, তার ছেলে দু তিনজনকে নিয়ে রূপনারায়ণ নদের জলে ভাসান দিতে গিয়েছিলেন। সেই সময় এই ঘটনা ঘটেছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতಌিক তরজা। অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিজেপি নেতা রঘুনাথ পন্ডা জানান, রাতে অনেক নৌকা বেআইনিভাবে রূপনারায়ণ নদের চর থেকে সাদা বালি কাটতে যায়। এরপর সেই বালি পাচার করে মাফিয়ারা। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতারা বালি পাচারের সঙ্গে যুক্ত। তবে ওইꦏ দুজন ভাঁটার সময় কী করতে গিয়েছিল? তা পুলিশই বলতে পারবে।