ফেসবুক বা টুইটার নয়, গোমুত্র দিয়ে করোনা সংক্রমণ রোখার পরিকল্পনাকারীদের একেবারে রাস্তায় নেমে ‘ট্রোল’ করলেন এক ব্যক্তি। সোমবার হুগলির ডানকুনিতে দিল্লি রোডের পাশে এক ব্যক্তিকে গোমুত্র ও গোবর বিক্রি করতে দেখা যায়। মাবুদ আলি নামে ওই স্থানীয় বাসিন্দার দাবি, তাঁর কাছ থেকে গোমুত্র পান করলে ছুঁতে পারবে না করোনাভাইরাস। সেজন্য চড়া দরও হাঁকিয়েছেন তিনি।সোমবার ডানকুনিতে দিল্লি রোডের পাশে, টেবিল পেতে গোবর ও গোমুত্র বিক্রি করতে দেখা যায় এক ব্যক্তিতে। তাঁর কাছে রয়েছে দেশি ও জার্সি গরুর মুত্র ও গোবর। দেশি গরুর মুত্রের দর বেশ চড়া। লিটারে ৫০০ টাকায় বিকোচ্ছে তা। গোবরের দরও একই। জার্সি গরুর গোবর বা গোমুত্র যাই নিন ৩০০ টাকা লিটার। তবে দরদাম করলে কিছু ছাড় মিলছে।মাবুদ সাহেবের কাছ থেকে কয়েকজন মুত্র কিনে খেয়েওছেন। তাঁরা বলছেন, কাজ হলে আরও নেব।মাবুদ আলি জানিয়েছেন, বাড়িতে ২টো গরু রয়েছে। কয়েকদিন আগে টিভিতে দেখি করোনাভাইরাস প্রতিরোধে দিল্লিতে হিন্দু মহাসভা গোমুত্র পার্টি করেছে। তার থেকে মাথায় গোমুত্র ও গোবর বিক্রির বুদ্ধি আসে। যেমন ভাবা তেমনি কাজ।