আজ, বুধবার কাঁচরাপাড়ার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আর এই অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল কয়েকটি ঘর। এমনকী ৯টি দোকানও ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর 𒁃মিলেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাচ্ছে দমকলের চারটি ইঞ্জিন। প্রয়োজনে আরও দমকল নিয়ে আসা হতে পারে বলে জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছেন কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান ২৪ নম্বর ওয়ার্ডের ক𝄹াউন্সিলর কমল অধিকারী।
ঠিক কী ঘটেছে কাঁচরাপাড়ায়? স⛎্থানীয় সূত্রে খবর, আজ বুধবার ভোররাতে আগুন লাগে কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডে। এখানের ঝিলপার পান বস্তিতে আগুন লাগায় তা ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলতে থাকে ঘ𒆙র। কয়েকটি দোকানেও আগুন লেগে গেলে তা ভস্মীভূত হয়ে যায়। বস্তির লোকজনই প্রথমে আগুন নেভানোর কাজে জল নিয়ে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু আগুনের বিধ্বংসী চেহারা দেখে খবর দেওয়া হয় দমকলে।
আর কী জানা যাচ্ছে? এই আগুন লাগার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। তারপর জলের চরম ফোর্স দিয়ে নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু ঘিঞ্জি এলাকা হ💫ওয়ায় আগুন নেভা𓂃তে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। তবে কেমন করে এই আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি। তবে অন্তত ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবরﷺ। কয়েকটি ঘরও পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের তীব্রতা দেখౠে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।