করোনাভাইরাস রোধে জারি করা লকডাউন বিধি যথ🔯াযথ পালন করতে ব্যর্থ পশ্চিমবঙ্গ সরকার। এই অভিযোগ জানিয়ে রাজ্যের ৭টি জেলায় সরেজমিনে ঘুরে দেখতে বিশেষ আন্তঃ-মন্ত্রক দল পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
করোনা সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুল▨তে আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। লকডাউন যথাযথ পালনের উদ্দেশে একগুচ্ছ নির্দেশাবলী প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
তা সত্ত্বেও বাংলার বেশ কিছু অঞ্চলে নিষেধাজ্ঞা অমান্য করে সামাজিক দূরত্ব বিধির তোয়াক্কা না করে দোকান, বাজার, ব্যাঙ্ক ও ওষুধের দোকানে জনসমাগম হচ্ছে। একাধিক জায়গা থেকে স্বাস্থ্যকর্মী নিগ্রহের খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় নির্দেশিকা অমান্য করে লকডাউনে ছাড় দেওয়া হচ্ছে এবং যথেচ্ছ যান চলাচল রোখার কোনও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে෴ অভিযোগ উঠেছে বলে দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের।
আরও পড়ুন: কেন্দ্রের হিসাবে বাংলায় করোনা আক্রান্ত বেড়ে ৩৩৯
রবিবার পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সচিবকে উদ্দেশ্য𝔉 করে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার পরিস্থিতি অত্যন্ত গুরুতর। চিঠিতে লেখা হয়েছে, ‘লকডাউনের শর্তাবলী লঙ্ঘনের খবর পাওয়া গিয়েছে, যা জনস্বাস্থ্যের পক্ষে খুবই বিপজ্জনক এবং তাতে COVID-19 সংক্রমণের ভয়াবহ আশঙ্কা দেখা দিয়েছে।’